শ্রীনগর, ১ জানুয়ারি: কাটরার মাতা বৈষ্ণোদেবী মন্দিরে (Mata Vaishno Devi Shrine) পদপিষ্ট (Stampede) হয়ে মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তিনি জানিয়েছেন, তদন্ত কমিটির নেতৃত্বে থাকবেন জম্মু ও কাশ্মীরের স্বরাষ্ট্র সচিব। কমিটির বাকি সদস্যরা হলেন জম্মুর এডিজিপি এবং জম্মুর ডিভিশনাল কমিশনার।" তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ঘটনার বিষয়ে ইতিমধ্যেই কথা বলেছেন মনোজ সিনহা।
গতকাল রাত ২টো ৪৫ নাগাদ জম্মু ও কাশ্মীরের কাটরার মাতা বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্টের ঘটনা ঘটে। তাতে মৃত্যু হয়েছে ১২ জনের। আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। ঘটনাটি গতকাল রাত পৌনে ৩টের দিকে ত্রিকুটা পাহাড়ে মন্দিরের গর্ভগৃহের বাইরে ঘটেছে। আহতদের স্থানীয় নারায়ণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আরও পড়ুন: Stampede At Mata Vaishno Devi Shrine: কাটরার মাতা বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ১২ জনের
মৃতদের পরিবারকে ১০ লাখ টাকা ও আহতদের ২ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তিনি বলেছেন, "শ্রী মাতা বৈষ্ণো দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় গভীরভাবে ব্যথিত। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা এবং আহতদের জন্য প্রার্থনা করছি।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। মৃতদের পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আহতরা পাবেন ৫০ হাজার টাকা করে।