দিল্লি, ৮ জুলাই: এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। একটানা বৃষ্টির (Heavy Rain) জেরে দেশের নানা অঞ্চল জলমগ্ন হতে শুরু করেছে। সেই তালিকা থেকে বাদ পড়ল না কচ্ছও। গুজরাটের (Gujarat) কচ্ছতে (Kutch) এক নাগাড়ে বৃষ্টির জেরে রাস্তা ভেঙে দু খণ্ড হয়ে যেতে শুরু করেছে। কচ্ছতে যখন এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়, সেখানকার স্থানীয় একটি রাস্তা প্রথমে ভেঙে যায়, তারপর সেটি জলের সঙ্গে ক্রমশ ধুয়ে যেতে শুরু করে। সেই ভয়াবহ ভিডিয়ো সামনে আসতেই অনেকে চমকে উঠেছেন।
গুজরাটের কচ্ছতে কি ভয়াবহ বৃষ্টি শুরু হয়েছে?
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ের প্রথম সপ্তাহে অর্থাৎ ৬ জুলাই পর্যন্ত গুজরাটে বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টিপাত হয়েছে। ২ থেকে ৬ জুলাইয়ের মধ্যে কচ্ছ, সৌরাষ্ট্রে প্রবল বৃষ্টিপাত হয়েছে বলে জানা যায়। ৬ জুলাই থেকে বৃষ্টিরপরিমাণ কিছুটা কমলেও, ছবি পালটায়নি। বিভিন্ন জায়গায় প্রচণ্ড বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে উঠতে শুরু করেছে।
দেখুন প্রবল বৃষ্টিতে কীভাবে ধুয়ে গেল কচ্ছের একটি গোটা রাস্তা...
VIDEO | Kutch, Gujarat: Road torn apart and washed away as heavy rains lash the region.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7)#Gujarat pic.twitter.com/uFsHBTYxL1
— Press Trust of India (@PTI_News) July 8, 2025
হাওয়া অফিস কী বলছে?
হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, প্রত্যেক বছর জুলাই মাসে মৌসুমি বায়ুর প্রভাবে গুজরাটের বিভিন্ন জায়গায় প্রচণ্ড বৃষ্টিপাত হয়। এবারও তা হয়েছে বহুল পরিমাণে। ফলে কচ্ছের বিভিন্ন জায়গা কার্যত ভেসে যেতে শুরু করেছে।