কলকাতা, ৮ জুলাই: টানা বৃষ্টি শুরু হয়েছে পশ্চিমবঙ্গে (West Bengal Weather Update)। কলকাতা-সহ (Kolkata) আশপাশের জেলাগুলিতে তুমুল বৃষ্টি (Heavy Rain In Kolkata) শুরু হয়েছে গত কয়েক ঘণ্টা ধরে। আবহাওয়ার পূর্বাভাস (Todays Weather Update) অনুযায়ী আগামী কয়েক ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায়। রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
হাওয়া অফিসের কথায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে বৃষ্টি আরও বেশ কয়েকদিন চলতে পারে বলে খবর। কলকাতা-সহ রাজ্যের বেশ কিছু এলাকায় ভারি বৃষ্টিও হতে পারে বলে রয়েছে সম্ভাবনা। বিশেষ করে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণায় এই বৃষ্টির মাত্রা ক্রমশ বাড়বে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি রাজ্যের কোথায়, কতটা বৃষ্টি হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য মেলেনি।
বাংলায় একটানা বৃষ্টির কারণ কী
বর্তমানে পশ্চিমবঙ্গে অতিরিক্ত বৃষ্টির প্রধান কারণ হল বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ। নিম্নচাপের পাশাপাশি ঘূর্ণাবর্তের জোরদার প্রভাবেও শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়েছে এই মুহূর্তে। যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের কাছে রয়েছে। পাশাপাশি এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। যার ফলে উত্তর ও দক্ষিণবঙ্গে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে।