নয়াদিল্লিঃ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে (West Bengal) তৈরি হয়েছে নিম্নচাপ। যার জেরে গত ২৪ ঘণ্টায় ব্যাপক বৃষ্টিতে (Heavy Rain) ভিজেছে বঙ্গ। মঙ্গলবার সকাল থেকেও অব্যাহত দুর্যোগ। চলবে সারাদিন। কমবেশি সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। বুধবার পরিস্থিতি একই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার কেবল পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুধু তাই নয় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলিতেও।
মঙ্গলে দিনভর কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? জানুন
বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে হ্রাস পাবে। কিন্তু উত্তরবঙ্গে বুধবার থেকে দুর্যোগ বাড়বে এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গজুড়ে ঝড়বৃষ্টির সঙ্গে সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার থেকে উত্তাল থাকবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর। বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মধ্য বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে আজ, মঙ্গলবার কলকাতায় মোটামুটি মেঘলা থাকবে আকাশ। দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু বৃষ্টিই না, আজ বৃষ্টির দোসর হতে পারে দমকা হাওয়া। মঙ্গলবার সারাদিন শহরজুড়ে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। বুধবার থেকে ধীরে ধীরে পরিস্কার হবে আকাশ।
নিম্নচাপের জেরে ভাসছে বাংলা, দিনভর আর কী 'খেলা' দেখাবে বৃষ্টি?
Special Bulletin: 4
Low pressure area over south west Gangetic West Bengal & neighbourhood. pic.twitter.com/369Xva6C91
— IMD Kolkata (@ImdKolkata) July 7, 2025