The shocking incident came to light in Madhya Pradesh's Morena. (Photo Credits: Twitter)

ভোপাল, ২০ অগাস্ট: মধ্যপ্রদেশের মোরেনা জেলার এক স্বাস্থ্যকেন্দ্রে চাঞ্চল্যকর ঘটনা। দুর্ঘটনার পর এক মহিলাকে নিয়ে আসা হয় পোর্সা কমিউনিটির এক স্বাস্থ্যকেন্দ্রে। তাঁর মাথা থেকে তখন রক্ত পড়ছিল। যন্ত্রণায় ছটফট করছিলেন মহিলা। সেই স্বাস্থ্যকেন্দ্রে মহিলাকে নিয়ে আসার পরই ডাক্তার ছুটে আসেন । তারপর মহিলার মাথায় ফেটে যাওয়া অংশে তুলোর সঙ্গে কন্ডোমের প্যাকেট বেঁধে দেন এক ডাক্তার।

ব্যান্ডেজ হাতের কাছে না মেলায় তুলো, আর কন্ডোমের প্যাকেট দিয়েই কাজ সারেন ডাক্তার। কোথা থেকে সেই ডাক্তার কন্ডোমের প্যাকেট পেলেন, অথচ স্বাস্থ্যকেন্দ্রে একটা ব্যান্ডেজ পেলেন না তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আরও পড়ুন- দু-তিনের মধ্যে আমায় গ্রেফতার করবে সিবিআই: মনীশ সিসোদিয়া

দেখুন ছবিতে

সেই পোর্সা কমিনিউটি স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর সেই মহিলাকে জেলা হাসপাতালে স্থানান্তর করে। জেলা হাসপাতালের ডাক্তাররা মহিলার মাথার ফেটে যাওয়া অংশ পরীক্ষা করে চমকে যায়। তাঁরা দেখেন, তুলোর সঙ্গে কন্ডোমের প্যাকেট জড়িয়ে রক্ত বন্ধ করার চেষ্টা হয়েছে। সেসব খুলে ফের ভাল করে ব্যান্ডেজ করার পর মহিলা এখন ভাল আছেন। স্বাস্থ্যকেন্দ্রে বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রোগীর আত্মীয়রা।