হ্যাল (Photo Credits: HAL website)

মুম্বই, ৯ অক্টোবর: পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে (ISI) ভারতের যুদ্ধবিমান নির্মানকারী সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড তথা হ্যালের (HAL) গোপন তথ্য পাচারের অভিযোগে সুপারভাইজারকে (Supervisor) গ্রেফতার করা হয়। মহারাষ্ট্রের সন্ত্রাস দমন শাখার অফিসাররা নাসিক থেকে গ্রেফতার করে হ্যালের ওই কর্মীকে।

পুলিশ জানায়,"নাসিকের সন্ত্রাস দমন শাখার অফিসাররা এই ব্যক্তির আইএসআইয়ের সঙ্গে যোগের কথা জানতে পারে।" দীর্ঘদিন ধরেই আইএসআইকে তথ্য পাচারের কাজ করছিল ওই সুপারভাইজার। হোয়াটসঅ্যাপ ও সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে পাক গুপ্তচর সংস্থার সঙ্গে তাঁর ঘনিষ্ট যোগাযোগের প্রমাণ মিলেছে। আরও পড়ুন, ক্ষুধার্ত মানুষদের অন্ন জুগিয়ে নোবেল শান্তি পুরস্কার ২০২০ জয়ী ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম

ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড জেট ইঞ্জিন, এয়ারক্রাফ্ট, হেলিকপ্টারের নকশা তৈরি করে। বেঙ্গালুরু, নাসিক, কানপুর, লখনউ, হায়দরাবাদে হ্যালের ইউনিট রয়েছে। নাসিক থেকে ২৪ কিলোমিটার দূরত্বে হ্যালের এই ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। মুম্বই থেকে যা প্রায় ২০০ কিলোমিটার। এখানে মিগ ফাইটার জেট তৈরির কাজ হয়। যুদ্ধবিমানের গোপন তথ্য পাচার উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।