আহমেদাবাদ, ৫ জানুয়ারি: গুজরাতে (Gujrat) রাজকোটের (Rajkot) সিভিল হাসপাতালে এক মাসে শিশু মৃত্যুর (Infant Deaths) সংখ্যা প্রায় ১১১। রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র আহমেদাবাদ হাসপাতালেই শিশু মৃত্যুর সংখ্যা ৮৫। রাজস্থানেই যে শুধু শিশু মৃত্যুর সংখ্যা বেড়েছে এমন নয়, রাজকোটে গতবছর শিশু মৃত্যুর সংখ্যা ছিল প্রায় ১, ২৩৫। টুইটার ব্যবহারকারীরা শিশু মৃত্যুর কারণ হিসেবে জানিয়েছেন যথার্থ পরিকাঠামোর অভাব এবং স্পেশাল কেয়ার ইউনিট নেই, চিকিৎসার গাফিলতি রয়েছে।
এক টুইটার ব্যবহারকারী টুইট করে শিশু মৃত্যুর একটি রিপোর্ট দিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে রাজকোটে ১,২৩৫ জন মারা গেছে। ১২২ জন জানুয়ারি মাসে, ফেব্রুয়ারিতে ১০৪ জন, মার্চ মাসে ৮৮ জন, ৭৭ জন এপ্রিল মাসে, ৭৮ জন মে মাসে, ৮৮ জন জুন মাসে, ৮৪ জন জুলাই মাসে, আগস্টে ১০০, সেপ্টেম্বরে ১১৮ জন, অক্টোবরে ১৩১ জন, নভেম্বরে ১৩১ জন ও ১৩৪ জন শিশু ডিসেম্বর মাসে মার যায়। রাজস্থানের কোটায় জে.কে.লন হাসপাতালে ১১০ জন শিশু মৃত্যর পর এই খবর প্রকাশ্যে আসে। আরও পড়ুন, 'ধর্মান্ধতার কোনও সীমা হয় না', নানকানা সাহিব গুরুদ্বারে হামলার তীব্র নিন্দা করে টুইট রাহুল গান্ধীর
Shocking infant deaths now in Gujarat..
111 have died in a month in Civil Hospital in Rajkot & 85 in Civil Hospital in Ahmedabad..
Details via @dave_janak@vijayrupanibjp @narendramodi @AmitShah @mansukhmandviya @PRupala @drkiritpsolanki pic.twitter.com/bQafBQKQMG
— Payal Mehta/પાયલ મેહતા/ पायल मेहता/ পাযেল মেহতা (@payalmehta100) January 5, 2020
Seems tragedy of infants dying in Kota hospital is not an isolated trend: Total 219 infants died in 2 civil hospitals in Ahmedabad & Rajkot in Guj in December. Total 253 infant deaths in Ahmedabad civil hospital in last 3 months. #KotaTragedy
— Mahesh Langa (@LangaMahesh) January 5, 2020
রাজস্থানে একের পর এক বেড়ে চলেছে শিশু মৃত্যুর সংখ্যা। গত একমাসে ১১০ জন শিশু মৃত্যুর ঘটনায় উত্তাল জনতা। বেশিরভাগ শিশুর মৃত্যুর কারণ হিসেবে দেখা গেছে হাইপথারমিয়া। শিশু মৃত্যুর কারণ খতিয়ে দেখতে একটি কমিটি গত করা হয়েছে। যেখানে দেখা গেছে তাদের তাপমাত্রা ৯৫ ডিগ্রির নিচে চলে গেছে। অর্থাৎ স্বাভাবিকের থেকে কম।