আমেদাবাদ, ১১ নভেম্বর: গুজরাট বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। রাজ্যের শাসক দল প্রার্থীও ঘোষণা করে দিয়েছে। আর এখন সব শিবিরের জোরদার প্রচারে মাঝে তুঙ্গে উঠেছে দলবদলের রাজনীতি। মোদী রাজ্যে আরও একবার ধাক্কা খেল আম আদমি পার্টি। তবে অন্যদিকে আবার লাভও হল। রাজকোটে আপ ইউনিটের সভাপতি রাজভা জ্বালা দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। রাজকোট অঞ্চল থেকেই ভাল ফলের আশা করছে আপ। সেখানে আবার বিজেপি প্রার্থী না করায় মাতারের বিধায়ক কেসারিসিং সোলাঙ্কি বিজেপি ছেড়ে আম আদমি পার্টিতে যোগ দিলেন।
দেখুন টুইট
Gujarat: Rajbha Zala, President of Rajkot AAP quits party to join BJP.#GujaratElections2022
— Democracy Times Network (@TimesDemocracy) November 11, 2022
এদিকে, আগামিকাল শনিবার কংগ্রেসে যোগ দিচ্ছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্করসিং ভাঘেলা। ভাঘেলা বিজেপি ছেড়ে কংগ্রেসে গিয়েছিলেন, আবার পরে কংগ্রেস ছেড়েছিলেন। এখন আবার তিনি কংগ্রেসে ফিরেছিলেন। শঙ্করসিংয়ের ছেলে ক দিন আগে বিজেপিতে যোগ দিয়েছেন। মোদীর আগে বাঘেলাই ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। আরও পড়ুন-রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন পুদুচেরির একাধিক এলাকা, মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্ধ হল স্কুল-কলেজ
দেখুন টুইট
Gujarat: Former CM Shankarsinh Vaghela to return to Congress on November 12.#GujaratElections2022
— Democracy Times Network (@TimesDemocracy) November 11, 2022
নরেন্দ্র মোদীর সঙ্গে বিবাদের জেরে বিজেপি ছেড়েছিলেন তিনি। এরপর ২০০৮ সালে কংগ্রেসে যোগ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন ভাঘেলা। আবার পরে কংগ্রেস ছেড়ে বেরিয়েও আসেন। ক দিন আগে শঙ্কর সিং ভাঘেলার ছেলে মহেন্দ্র সিং কংগ্রেসে যোগ দেওয়ায় ভোটের আগে কংগ্রেসে যোগ দেন। গুজরাটে অন্তত ১৫-২০টি বিধানসভা আসনে ভাঘেলাদের বড় প্রভাব রয়েছে।
এভাবেই ভোটের আগে গুজরাট জুড়ে চলছে জোর দলবদল। আপাতত দলবদলের রাজনীতিতে এগিয়ে বিজেপিই। কংগ্রেস ছেড়ে আসা হার্দিক প্যাটেল সহ মোট ২৩ জনকে প্রার্থী করেছেন মোদী-শাহরা। এতে অবশ্য বিজেপি-র পুরনো নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভও আছে। ১৮২ আসনের গুজরাট বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য ৯২টি আসন। গতবার সেখানে বিজেপি পেয়েছিল ৯৭টি, কংগ্রেস জিতেছিল ৭৯টিতে। একেবারে কানঘেঁষে বেরিয়ে গিয়েছিল বিজেপি। এবারও করোনা, মোরাবি সেতু বিপর্যয় নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। তবে গোষ্ঠীদ্বন্দ্ব জরাজীর্ণ, সেভাবে প্রচারে ঝাঁপিয়ে না পড়ার কারণে কংগ্রেস এখনও সেভাবে গুজরাটে ঝাঁপিয়ে পড়তে পারেনি। আম আদমি পার্টি এসে পড়ায় বিরোধী ভোট ভাগাভাগিতে বিজেপি-র সুবিধা পাওয়ার বিষয়টাও থাকছে এবারের গুজরাট নির্বাচনে।