আমেদাবাদ, ৩০ সেপ্টেম্বর: মহাত্মা গান্ধীর পোশাকে সেজে (Dresses Up As Mahatma Gandhi) কোভিড-১৯ টেস্ট করাতে এল ১০ বছরের খুদে। অভিনব ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজকোটে। সংবাদ সংস্থা এএনআই-এর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, বালকের পরণে ধুতি, ফতুয়া, হাতে লাঠি জাতির জনককে মনে করায়। এএনআই-কে বালক বলে, “করোনা টেস্টের জন্য আমরা লালারস নেওয়া হয়েছে। করোনা টেস্ট নিয়ে মানুষের কোনও আশঙ্কার প্রয়োজন নেই। এক্ষেত্রে কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করাই জরুরি। আমরা যদি সহযোগিতা করি তাহলেই আমাদের দেশ সুস্থ হবে।” গুজরাটে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৪। মঙ্গলবার সেখানে নতুন করে করোনা আক্রান্ত ১ হাজার ৩৮১ জন। আরও পড়ুন-US Presidential Debate 2020: করোনাভাইরাস প্রসঙ্গে দেশকে অবরুদ্ধ করাই জো বিডেনের একমাত্র পরিকল্পনা, মুখ খুললেন ট্রাম্প
মহাত্মার বেশে খুদে
Gujarat: A 10-year-old boy from Rajkot dressed up as Mahatma Gandhi and went for his #COVID19 test.
He said, "My swab samples have been taken for coronavirus test. People should not be apprehensive about the test. Our country will be healthy only if we cooperate." (29.09.2020) pic.twitter.com/pfFoSwsgUb
— ANI (@ANI) September 30, 2020
গুজরাটের স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী রাজ্যে এখনও পর্যন্ত করোনার মৃত্যু মিছিলে শামিল ৩ হাজার ৪৪২ জন। গত ২৪ ঘণ্টায় করোনার বলি আরও ১১ জন। রাজ্যের করোনাকে হারিয়ে সুস্থতার হার ৮৫.১৯ শতাংশ। অ্যাক্টিভ কেস ১৬ হাজার ৭০৩। গুজরাটে সবথেকে করোনা বিধ্বস্ত শহর সুরাট। সেখানে নতুন রোগীর সংখ্যা ৩১১। ১৯৫ জন নতুন করোনা আক্রান্তকে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী আমেদাবাদ। রাজ্যে একদিনে ৬২ হাজার ৩০০টি নমুনার করোনা টেস্ট হচ্ছে। সবমিলিয়ে গুজরাটে এখনও পর্যন্ত ৪৩.৫৬ লাখ নমুনার করোনা টেস্ট হয়েছে।