২০২৪ সালটা ভারতীয় রাজনীতির কাছে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছিল। লোকসভা নির্বাচন, মহারাষ্ট্র সহ চার রাজ্যে বিধানসভা নির্বাচন ও বাংলা সহ বেশ কিছু রাজ্যে উপনির্বাচন ২০২৪ সালকে দেশের রাজনীতির মঞ্চে আলাদা আকর্ষণ তৈরি করেছিল। মহারাষ্ট্র, ঝাড়খণ্ড বিধানসভা উপনির্বাচন দিয়ে শেষ হল ২০২৪ সালে ভারতীয় ভোট রাজনীতির পালা।
২০২৪ হল লোকসভা নির্বাচনের বছর। তার মানেই দেশের সিংহাসনের প্রশ্ন। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের গদিতে বসার লড়ার সব সময়ই গুরুত্বপূর্ণ। একেবারে প্রত্যাশিত ফল না করলেও চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমারদের সাহায্যে টানা তিনবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়েছেন নরেন্দ্র মোদী। ইসবার ৪০০ পাড়ের স্লোগান তুলে ২৪০-এ আটকে গিয়েছিল বিজেপি। উত্তর প্রদেশ থেকে পশ্চিম বাঙলা, মহারাষ্ট্র থেকে রাজস্থানে ভরাডুবি হয়েছিল বিজেপির।
মোদীর নির্বাচনী সাফল্যকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। কিন্তু বছরের শেষের দিকে হরিয়ানা ও মহারাষ্ট্রে বিজেপির বিপুল জয় ফের মোদীকে ভারতীয় ভোট রাজনীতির অপরাজেয় শক্তির আসনে দাঁড় করিয়েছে। যদিও ঝাড়খণ্ড ও কাশ্মীরে বিজেপির ভরাডুবি হয়েছে। কংগ্রেস লোকসভা সম্মানজনক ফল করে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখলেও, হরিয়ানা-মহারাষ্ট্রের মহাবিপর্যয়ে ফের অন্ধকারে চলে গিয়েছে। চলতি বছর লোকসভার পর বিধানসভা উপনির্বাচনেও অসাধারণ ফল করেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। আরজি কর কাণ্ড নিয়ে তুমুল প্রতিবাদের প্রভাব মমতার ভোটব্যাঙ্কে পড়েনি। অন্তত ৬ আসনের উপনির্বাচনের ফল তাই বলছে।
এবার পালা ২০২৫ সালে। আসুন দেখে নেওয়া যাক ২০২৫ সালে ভারতে কী কী গুরুত্বপূর্ণ নির্বাচন আছে-
১) দিল্লি বিধানসভা নির্বাচন (ফেব্রুয়ারি): টানা তিনবার একক শক্তিতে ক্ষমতায় আসতে পারবেন কি অরবিন্দ কেজরিওয়াল? আরও একবার কেজরির ঝড়ে বিধানসভা ভোটে উড়ে যাবে কি কেজরি? জেল যাত্রা, দুর্নীতির অভিযোগ, মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা, কৈলাশ গেহলট সহ একাধিক বড় আপ নেতার বিজেপিতে যোগদান। ২০২৫ দিল্ল বিধানসভা নির্বাচনের আগে ঘরে-বাইরে বড় চাপের মুখে আপ প্রধান কেজরি। বিজেপির কাছে এবার দিল্লির ভোট অগ্নিপরীক্ষা।
২) বিহার বিধানসভা নির্বাচন (সম্ভবত সেপ্টেম্বরে): বিহারে কি ফের নীতীশ? নাকি লালু পুত্রর হাত ধরবে বিহার?
৩) বসিরহাট লোকসভা উপনির্বাচন (সম্ভবত ফেব্রুয়ারি) : তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলামের মৃত্যুতে খালি হয়েছে আসনটি। এই আসনে ভোট নিয়ে সমস্যা হল ভোটের ফল নিয়ে মামলা চলছে। চলতি বছর ২৫ সেপ্টেম্বর প্রয়াত হন হাজি নুরুল ইসলাম। নিয়ম অনুযায়ী ৬ মাসের মধ্যে ভোট হওয়ার কথা। আদালতের জট কাটলে দিল্লি বিধানসভা নির্বাচনের সময় বসিরহাটে উপ নির্বাচন হতে পারে।
৪) চার রাজ্যে কিছু আসনে বিধানসভা উপনির্বাচন: গুজরাট, কেরল, জম্মু-কাশ্মীর ও উত্তর প্রদেশের কিছু জায়গায় বিধানসভা উপনির্বাচন হবে। জম্মু-কাশ্মীরের বুদগাঁও এবং নাগরোতা, ইউপি-র মিল্কিপুর, কেরলের দেবীকুলাম ও গুজরাটের বিশ্বাধর বিধানসভা আসনে উপনির্বাচন হবে।