Sharmishta Panoli (Photo Credits: X)

কলকাতা, ৩ জুনঃ স্বস্তি মিলল না শর্মিষ্ঠা পানোলির (Sharmistha Panoli)। কলকাতা হাইকোর্ট তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিল। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর চালানো অপারেশন সিঁদুর (Operation Sindoor) ঘিরে বিতর্কিত মন্তব্য করে গ্রেফতার হয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানোলি (Sharmistha Panoli)। ১৩ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। তবে শর্মিষ্ঠার অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দারস্ত হয়েছিল তাঁর আইনজীবী। মঙ্গলবার শর্মিষ্ঠার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

আরও পড়ুনঃ  শর্মিষ্ঠা পানোলি গ্রেফতারি কাণ্ডে নয়া মোড়! সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী ব্যক্তিই এবার নিখোঁজ

শর্মিষ্ঠার অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ

মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের এজলাসে মামলার শুনানি হয়। আদালতের পর্যবেক্ষণ, বাকস্বাধীনতার অর্থ ধর্মীয় অনুভূতিতে আঘাত করা নয়। এটা অবশ্যই মাথায় রাখা দরকার। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অনুমতি কাউকে দেওয়া হয় না।

এদিন শর্মিষ্ঠার জামিনের আবেদন খারিজ করে বিচারপতি জানান, কেস ডায়েরি না দেখা পর্যন্ত কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না। আগামী ৫ জুন কেস ডায়েরি পেশ করতে বলা হয়েছে। ওই দিনই নির্ধারিত হবে শর্মিষ্ঠার ভাগ্য। সে দিনই জানা যাবে শর্মিষ্ঠা জামিন পাবেন কিনা।