Sharmistha Panoli (Photo Credits; X)

কলকাতা, ৩ জুনঃ পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর চালানো অপারেশন সিঁদুর (Operation Sindoor) ঘিরে বিতর্কিত মন্তব্য করে গ্রেফতার হয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানোলি (Sharmistha Panoli)। জেল হেফাজতে রয়েছেন তিনি। এদিকে জানা যাচ্ছে, শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী ব্যক্তিই এবার নিখোঁজ হয়েছেন। রবিবার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওয়াজাহাত খান (Wajahat Khan) নামের ওই ব্যক্তিকে।

ওয়াজাহাতের পরিবারের অভিযোগ, শর্মিষ্ঠার গ্রেফতারির পর থেকেই তাঁর কাছে হুমকি ফোন আসছিল। এবার নিখোঁজ হয়েছেন তিনি। ছেলের নিখোঁজ হওয়ার সঙ্গে শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে অভিযোগ দায়ের এবং গ্রেফতারি জড়িয়ে রয়েছে বলেই মনে করছেন ওয়াজাহাতের বাবা।

আজ তকের সঙ্গে সাক্ষাৎকারে ওয়াজাহাত খানের বাবা সাদাত খান জানান, তাঁর ছেলে নির্দোষ এবং ধর্মনিরপেক্ষ। হিন্দু ধর্মেরর অপমান সহ্য করতে পারে না সে। শর্মিষ্ঠার গ্রেফতার হওয়ার পর থেকেই হুমকি বার্তা আসছিল তাঁদের কাছে। সাদাত উল্লেখ করেন, গত কয়েকদিন ধরেই ছেলেকে ফোন করে হুমকি দেওয়ার পাশাপাশি অশ্লীল কথাবার্তা বলছিল কেউ বা কারা। তাতে বেশ বিরক্ত ছিলেন ওয়াজাহাত।

অন্যদিকে আবার ওয়াজাহাত খানের (Wajahat Khan) বিরুদ্ধেও উঠেছে হিন্দু ধর্মকে অপমান করার অভিযোগ। ২ জুন, সোমবার কলকাতার সেই গার্ডেনরিচ থানাতেই দায়ের হয়েছে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় হিন্দু ধর্মকে ঘিরে অবমাননাকর এবং উস্কানিমূলক বার্তা ছড়ানোর অভিযোগে ওয়াজাহাতের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেছে শ্রী রাম স্বাভিমান পরিষদ।

অসমেও ওয়াজাহাত খানের (Wajahat Khan) বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে। কামাখ্যা মন্দির নিয়ে আপত্তিকর মন্তব্য করায় দায়ের হয়েছে সেই অভিযোগ।