IndiGo (Photo Credit: IANS/Twitter)

আহমেদাবাদ, ২৩ জুলাই: ভয়াবহ বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেল বিমান (Ahmedabad-Diu IndiGo Flight)। এবার ইন্ডিগোর আহমেদাবাদ-দিউ উড়ান। ঘটনাস্থল সেই আহমেদাবাদ বিমাববন্দর। জানা যয়া, আহমেদাবাদ থেকে ইন্ডিগোর দিউ-গামী বিমানটি ওড়ার পরপরই সেটির ইঞ্জিনে আগুন ধরে যায়। মহাবিপদ আঁচ করে চালক মে ডেল কল অর্থাৎ বিপদ সঙ্কেত কল পাঠান। সঙ্গে সঙ্গে সব পক্ষ তৎপর হয়ে ওঠে। চালক এরপর অতি সাবধানে বিমানটিকে রানওয়েতে ফিরিয়ে নিয়ে আসেন। যাত্রীদের নিরাপদে নামানো হয়। ফলে ইন্ডিগোর (IndiGo) আহমেদাবাদ-দিউগামী বিমানের ইঞ্জিনে আগুন লাগলেও, সেটিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসেন চালক। ফলে বিমানে থাকা ৬০ জন যাত্রীর প্রাণ রক্ষা পায়। কী কারণে ইন্ডিগোর বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়, সে বিষয়ে সবকিছু খতিয়ে দেখা হবে বলে জানানো হয় সংশ্লিষ্ট উড়ানের তরফে।

ঘটনার পরপরই ইন্ডিগোর তরফে প্রকাশ করা হয় বিবৃতি। যে ঘটনা ঘটেছে, তা একেবারে অবাঞ্ছিত। ওই ঘটনার জন্য যাত্রীদের কাছে তারা ক্ষমা প্রার্থী বলেও জানানো হয় সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের তরফে।

গত ১২ জুন আহমেদাবাদ থেকে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান এওড়ার কয়েক মিনিটের মাথায় সেটি ভেঙে পড়ে। ফলে আহমেদাবাদ-লন্ডনের ওই বিমানে ছিলেন ২৪২ জন যাত্রী। মাত্র ১ জনকে বাদ দিয়ে ওইদিন ২৪১ জন যাত্রীরই মৃত্যু হয়। আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমান দুর্ঘটনার মুখে পড়ার এক মাস কাটতে কাটতেই ফের বিমানে আগুন লাগার ঘটনা ঘটল গুজরাটের রাজধানী শহরেই। যা নিয়ে নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে।

আরও পড়ুন: Air India Plane Crash: ভুল দেহ গেল লন্ডনে, এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় নিহত ২ ব্রিটিশ নাগরিকদের দেহ পৌঁছলই না প্রিয়জনের কাছে?

প্রসঙ্গত ২২ জুলাই হংকং থেকে দিল্লিতে ফেরার পর এয়ার ইন্ডিয়ার বিমানের লেজে আগুন ধরে যায়। তবে যাত্রীদের নামানোর পরপরই এয়ার বিমানের লেজে আগুন লাগে। ফলে যাত্রীরা প্রত্যেকে অক্ষত রয়েছেন বলেই জানা যায়। ওই ঘটনার পরপর এবার ফের ইন্ডিগোর বিমানে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।