Donald Trump at Sabarmati Ashram: সবরমতী আশ্রমে চরকা কাটলেন মেলানিয়া, ভিজিটরস বুকে নরেন্দ্র মোদিকে 'বার্তা' ডোনাল্ড ট্রাম্পের
US President Donald Trump at Sabarmati Ashram (Photo Credits: ANI)

আহমেদাবাদ, ২৪ ফেব্রুয়ারি: দু'দিনের সফরে স্ত্রী মেলানিয়া (Melania Trump) এবং মেয়ে ইভাঙ্কাকে নিয়ে ভারতে ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। আহমেদাবাদের সর্দার বল্লভভাই আন্তর্জাতিক বিমানবন্দরে (Sardar Vallabhbhai Patel International Airport) ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানালেন নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। চেনা ভঙ্গিতে ট্রাম্পকে জড়িয়ে ধরলেন মোদি। বিমানবন্দর থেকেই সোজা পৌঁছে যান তাঁরা সবরমতী আশ্রমে (Sabarmati Ashram)। ১৯১৭ থেকে ১৯৩০ সাল পর্যন্ত এখানেই থাকতেন মহাত্মা গান্ধী (Mahatma Gandhi)।

সেখানে খুব বেশি সময় কাটাননি ট্রাম্প দম্পতি। ছিলেন মিনিট পনেরো। সবরমতী আশ্রম ট্রাম্প দম্পতিকে নিজেই ঘুরিয়ে দেখালেন নরেন্দ্র মোদি। মহাত্মা গান্ধীর ছবিতে ফুলের মালাও পড়ালেন তাঁরা। চরকা কাটলেন ট্রাম্প-পত্মী। সেখান থেকে মোতেরা স্টেডিয়ামে যাত্রা করার পূর্বে একটি ছোট্ট নোট লিখে গেলেন ডোনাল্ড ট্রাম্প সবরমতী আশ্রমের ভিজিটর বুকে। ট্রাম্প লেখেন, "To my great friend Prime Minister Modi...Thank You, Wonderful Visit!" অর্থাৎ "আমার ভীষণ ভাল বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা জায়গা ঘুরিয়ে দেখানোর জন্য।" আরও পড়ুন: Prime Minister Narendra Modi Hugs US President Donald Trump: ভারতে পৌঁছাতেই নরেন্দ্র মোদির বাহুডোরে ডোনাল্ড ট্রাম্প, সবরমতী আশ্রমের পথে অভাবনীয় অভ্যর্থনা

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম, "মোতেরা স্টেডিয়াম"-র উদ্বোধন হবে আজ অর্থাৎ সোমবার। সেই স্টেডিয়ামের উদ্বোধন যৌথভাবে করবেন ট্রাম্প-মোদি। দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতেই ভারত সফরে আসছেন ট্রাম্প। প্রাথমিকভাবে কানাঘুঁষো এমনটাই শোনা যাচ্ছিল। কিন্তু সেটি আপাতত সম্ভব নয়। ভারত সফরের ঠিক দিন দুয়েক আগে ট্রাম্প জানিয়ে দিয়েছিলেন, আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের পর বাণিজ্যিক চুক্তির বিষয়টি ভাবনাচিন্তা করে দেখা হবে।