সবরমতী আশ্রম দর্শন করে মোতেরা স্টেডিয়ামে পৌঁছলেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প(Photo Credits: ANI)

আহমেদাবাদ, ২৪ ফেব্রুয়ারি: মাত্র ৩৬ ঘণ্টার জন্য ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। ইতিমধ্যেই সস্ত্রীক আহমেদাবাদে (Ahmedabad) পৌঁছে গিয়েছেন তিনি। সঙ্গে আছেন মার্কিন প্রতিনিধিদের একটি দল। ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে আগেই বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দর থেকে নামার পর মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কোলাকুলি সেরেছেন নরেন্দ্র মোদি। এরপর কর্মসূচি অনুযায়ী তাঁরা পৌঁছে যান সবরমতী আশ্রমে। সেখানে সমস্ত কাজ শেষ করে এবার তাঁরা পৌঁছলেন  মোতেরা স্টেডিয়ামে (Motera Stadium) ।

মোতেরায় ইতোমধ্যেই এক লাখেরও বেশি মানুষের জমায়েত হয়েছে। সবরমতীতে এদিন চরকা ঘোরান সস্ত্রীক ট্রাম্প। সবরমতী আশ্রমে (Sabarmati Ashram) গান্ধীজিকে শ্রদ্ধা জানালেন ট্রাম্প। এই স্টেডিয়াম উদ্বোধনের পর জনতার দরবার। এরই মাঝে থাকছে এলাহি খাবারের আয়োজন। তাজমহল দর্শনেও অভাবনীয় বন্দোবস্ত করা হয়েছে। খাবার থেকে জল সবেতেই মারকাটারি অভ্যর্থনা। ট্রাম্পের দুদিনের ভারত সফরে ১০০ কোটি টাকা খরচ করছে মোদি সরকার। এমনিতেই মন্দার ভারে মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি। এই বাজারে লোকজন চাকরি পাচ্ছে না। ছাঁটাই অব্যাহত। সেখানে এতগুলো টাকা দুদিনে উড়বে মানতে পারছেন না অনেকেই। ফলে এই আয়োজন নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে সমালোচনা শুরু হয়েছে। যাইহোক রাতে দিল্লিতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর থাকার বন্দোবস্তও এলাহি হয়েছে বলে খবর। মোতেরা স্টেডিয়ামে পৌঁছেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। সঙ্গে রয়েছেন সচিব জয় শাহ। মার্কিন রাষ্ট্রপতি পদে বসার পর ২৩টি বিদেশ সফর সেরে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই তালিকায় ভারত হল ২৪তম দেশ। আজ সোমবার সকাল ১১ টা ৪০ মিনিটে আহমেদাবাদের সর্দার বল্লভভাই আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ট্রাম্প। আরও পড়ুন: WBJEE 2020 Result Date: উচ্চ মাধ্যমিকের পর পশ্চিমবঙ্গ জয়েন্ট প্রবেশিকা পরীক্ষার ফল ঘোষণা, বিস্তারিত জানুন wbjeeb.nic.in ওয়েবসাইটে

এই দিনটিকে মার্কিন প্রেসিডেন্টের কাছে স্মরণীয় করে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবরমতি আশ্রম ঘুরে দেখা থেকে দিল্লি সফর সবকিছু নিয়েই সফরের তালিকাটি তৈরি। ট্রাম্পের জন্য খাবার (Food) থেকে উপহার, সবকিছুকে বিশেষভাবে সাজানো হয়েছে। খাবারের প্ল্যাটার, উপহারে কী দেওয়া হবে আপাতত তা সকলেরই জানা। বাণিজ্য চুক্তির অনিশ্চয়তা, সিএএ-এনআরসি অস্বস্তি নিয়েই তাঁর মুখোমুখি ভারতের প্রধানমন্ত্রী।