শিবরাজ সিং চৌহান (Photo Credits: ANI)

মধ্যপ্রদেশ, ২৮ জুলাই: ২৫ জুলাই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) লালারসে করোনাভাইরাসের জীবাণু মেলে। অবস্থার অবনতি হওয়ায় তখন থেকে চিরায়ু হাসপাতালেই রয়েছেন তিনি। আজ মঙ্গলবার হাসপাতালের বেডে বসেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠক করলেন শিবরাজ সিং চৌহান। তাঁর নেতৃত্বেই হল এই ভার্চুয়াল বৈঠক। মধ্যপ্রদেশ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা বাড়ি থেকে সেই বৈঠকে অংশ নিলেন। চিরায়ু হাসপাতালেই করোনার সংক্রমণ নিয়ে ভর্তি রয়েছেন মন্ত্রিসভার সদস্য অরবিন্দ ভাদোরিয়া। তিনিও ভার্চুয়াল বৈঠকে অংশ নেন। আরও পড়ুন-Rajasthan Political Crisis: ৬ বিধায়ককে কেড়ে নেওয়ায় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে উচিত শিক্ষা দেব, হুঙ্কার মায়াবতীর

ক্যাবিনেট বৈঠকে কোভিড আক্রান্ত মুখ্যমন্ত্রী বলেন, “করোনা আক্রান্ত হওয়ার পর থেকে নিজেই নিজের পোশাক ধুয়ে নিচ্ছি। এই কাজে আমার অনেক উপকার হয়েছে। বেশ কিছুদিন আগে হাতের একটা অপারেশন হয়েছিল। তারপর হাত সচল রাখতে চলেছে ফিজিওথেরাপি। তাতেও ঠিকমতো কাজ দেয়নি। হাত দিয়ে তেমন কিছু করতেই পারতাম না। তবে ধোয়াধুয়ি করতে হাতকে কাজে লাগানো হচ্ছে। এখন আমি ভাল আছি।”