Ghulam Nabi Azad.(Photo Credit: IANS)

নতুন দিল্লি, ২৬ অগাস্ট: কংগ্রেস (Congress) পার্টির প্রাথমিক সদস্যপদ সহ সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)। কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) কাছে চিঠি পাঠিয়ে দল ছাড়ার কথা জানিয়েছেন আজাদ। চিঠিতে তিনি লিখেছেন, "অত্যন্ত দুঃখের সঙ্গে এবং অত্যন্ত প্ররোচিত হৃদয়ে আমি ভারতের জাতীয় কংগ্রেসের সঙ্গে আমার অর্ধ শতাব্দীর পুরনো সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি।"

এর আগে জম্মু-কাশ্মীরের (Kashmir ) ভোট প্রচার কমিটির চেয়ারম্যান পদ নিতে রাজি হননি আজাদ। নিযুক্ত করার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই চিঠি পাঠিয়ে পদ নিতে না পরার কথা জানিয়ে দেন সোনিয়া গান্ধীকে। সেই সঙ্গে জম্মু-কাশ্মীরের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি থেকেও সরে দাঁড়ান তিনি। আজাদ অনুগামী সদ্য প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গুলাম আহমেদ মীর, প্রাক্তন বিধায়ক হাজি আব্দুল রশিদ দারের মতো নেতারাও দলের বিভিন্ন কমিটি থেকে ইস্তফার কথা ঘোষণা করেন।

২০২০ সালে রাজ্যসভার তৎকালীন বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ-সহ কংগ্রেসের ২৩ জন নেতা সোনিয়া গান্ধীকে চিঠি লিখে দলের কাজকর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। দলের সাংগঠনিক নির্বাচনও যত দ্রুত সম্ভব করার দাবি জানান তাঁরা। সেই থেকেই আজাদ-সহ কংগ্রেসের একাংশের সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়। সাম্প্রতিক রাজ্যসভা নির্বাচনে আজাদকে আর টিকিট দেয়নি দল।