রামমন্দির(Photo Credits: IANS)

নতুন দিল্লি, ৬ ফেব্রয়ারি: অযোধ্যায় (Ayodhya) রামমন্দির (Ram Mandir) তৈরির কাজ শুরু করতে কেন্দ্রের পক্ষ থেকে ১ টাকা তুলে দেওয়া হয় শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্টে। কেন্দ্রের দেওয়া অর্থ গ্রহণ করে ট্রাস্ট। যে কেউ মন্দির তৈরির জন্য অর্থ, সামগ্রী এবং নিঃশর্ত স্থাবর সম্পত্তিও দান করা যাবে ঘোষণা করা হয়েছে।বুধবার কেন্দ্রের সচিব ডি. মুর্মু (D Murmu) কেন্দ্রীয় সরকারের হয়ে এই অর্থ শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্টের হাতে তুলে দেয়।

সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে অযোধ্যাতেই রামমন্দির হবে তা চূড়ান্ত হয়ে গেছিল। কেন্দ্রীয় সরকার বুধবার সেই ট্রাস্টও গঠন করে। সিদ্ধান্ত নেওয়া হয় সাধারণ মানুষের দান করা অর্থেই তৈরি করা হবে রামমন্দির। যার প্রথমভাগে ১ টাকা দিল কেন্দ্র।তবে এখনই ট্রাস্টের কোনও আলাদা অফিস তৈরি হয়নি। দিল্লির গ্রেটার কৈলাসে অফিস তৈরি হওয়ার আগে পর্যন্ত ট্রাস্টের কাজকর্ম চলবে। ট্রাস্টের সদস্য তথা প্রবীণ আইনজীবী কে পরাসারণ বাড়ি থেকে। স্থায়ী অফিস না হওয়া পর্যন্ত সেটাই নবগঠিত ১৫ সদস্যের ট্রাস্টের ঠিকানা।এই ট্রাস্টে আরও থাকছেন, জগৎগুরু শঙ্করাচার্য, এলাহাবাদের জ্যোতিষপীঠাধিস্বর স্বামী বাসুদেবানন্দ সরস্বতীজি মহারাজ, উদুপি, হরিদ্বার, পুনের মহারাজেরা। আরও পড়ুন, ইমপিচমেন্টে বেকসুর খালাস, ফের প্রেসিডেন্ট পদপ্রার্থী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

সুপ্রিম কোর্ট গত ৯ নভেম্বর রামমন্দির গঠনের রায় দেওয়ার সময়ে বলেছিল তিন মাসের মধ্যে ট্রাস্ট গঠন করতে হবে। সেই সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে আগে বুধবার তা ঘোষণা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাস্ট গঠনের কথা ঘোষণা করেছেন সংসদে। তিনি বলেছিলেন, মন্দির নির্মাণ এবং ভবিষ্যতে রাম লল্লাকে শ্রদ্ধা জানাতে আসা ভক্তদের চেতনার কথা মাথায় রেখে, সরকার আরও প্রায় ৬৭.৭০৩ একর জমি হস্তান্তর করার জন্য সিদ্ধান্ত নিয়েছে নতুন ট্রাস্ট।