
এবার আন্ডারওয়ার্ল্ডের নজর জিশান সিদ্দিকির (Zeeshan Siddiqui) ওপর। সম্প্রতি মেইল মারফত এনসিপি নেতাকে খুনের হুমকি দেওয়া হয়। হুমকিবার্তায় লেখা হয় ১০ কোটি টাকা না দিলে বাবা সিদ্দিকির মতোই খুন করা হবে তাঁকেও। মেইল পাওয়ার পরই থানায় গিয়ে অভিযোগ জানান জিশান। তারপর বুধবারই মুম্বই পুলিশের পক্ষ থেকে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সূত্রের খবর, জিশানের বান্দ্রার বাসভবনে মোতায়েন করা হয়েছে ৬ জন অতিরিক্ত পুলিশ আধিকারিক।
প্রাণনাশের হুমকি জিশান সিদ্দিকিকে
সেই সঙ্গে মুম্বই পুলিশের সাইবার বিভাগের আধিকারিকরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, সোমবার যে মেইলটি জিশানকে পাঠানো হয়েছিল সেটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক থেকে পাঠানো হয়েছে। যে কারণে যে আইডি দিয়ে পাঠানো হয়েছে, তার খোঁজ পাওয়া যাচ্ছে। যদিও অভিযোগ পাওয়ার পরই সাইবার বিশেষজ্ঞরা গোটা ঘটনার তদন্ত করছে বলে জানা গিয়েছে।
জিশানকে খুনের হুমকি ডি কোম্পানীর
প্রসঙ্গত, গত বছর ১২ অক্টোবর জিশানের অফিসের সামনে তাঁর বাবাকে গুলি করে খুন করা হয়ছিল। বাবা সিদ্দিকির খুনের ঘটনায় নাম উঠেছিল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের। তবে এবারের হুমকি মেইল পাঠিয়েছে ডি কোম্পানী, এমনটাই দাবি করেছেন জিশান। কারণ মেইলের নীচে ছিল ডি কোম্পানীর নাম।