By Elections 2025: বিহার বিধানসভা ভোটের সঙ্গে দেশের ৬টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট আটটি আসনে হতে চলেছে উপনির্বাচন। জম্মু-কাশ্মীরের বুদগাম ( Budgam) ও নাগরোতা (Nagrota) (জম্মু লোকসভা), রাজস্থানের আন্তা (Anta), ঝাড়গ্রামের ঘাটশিলা (সংরক্ষিত) (Ghatsila), তেলঙ্গানার জুবলি হিলস (Jubilee Hills), পঞ্জাবের ত্রান তারান (Tarn Taran), মিজোরামের ডাম্পা (সংরক্ষিত) (Dampa) ও ওডিশার নুয়াপাদা (Nuapada) বিধানসভা আসনে উপনির্বাচন হবে। দেশের এই আটটি আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর। ভোটগণনা ১৪ নভেম্বর। এই ৮টি আসনের মধ্যে ২টিতে বিজেপি, একটি করে আপ, জেএমএম, এনসি,বিআরএস, মিজো ফ্রন্ট ও বিজেডির দখলে আছে।
বিধানসভা উপনির্বাচনে ৮টির মধ্যে ৩টিতে জোর লড়াই হতে পারে
দুটি আসনে জেতায় জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বুদগাম থেকে পদত্যাগ করেছিলেন। গান্দেরবাল আসন ধরে রেখে বুদগামে পদত্যাগ করা মুখ্যমন্ত্রীর ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন হচ্ছে। জম্মু লোকসভার নাগরোতা বিধানসভায় উপনির্বাচন হচ্ছে বিজেপি বিধায়ক দেবেন্দার সিং রানার মৃত্য়ুর কারণে। রাজস্থানের আন্তা কেন্দ্রে বিজেপির বিধায়ক কানওয়ার লাল মীনা (Shri Kanwarlal) আদালতে এক অপরাধ মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাঁর বিধায়ক পদ খারিজ হয়। তাই আসন খালি হয়ে যাওয়ায় হবে উপনির্বাচন। বাকি ৬টি আসনে বিধায়কদের মৃত্যুর কারণে হবে উপ নির্বাচন। আরও পড়ুন- বিহারে ভোট দু দফায়, ভোট ৬ ও ১১ নভেম্বর, ফল ঘোষণা ১৪ নভেম্বর
জুবিলি হিলস, আন্তা, ও নুয়াপাদা উপভোটের দিকে সবার বেশি করে নজর থাকবে
তেলঙ্গানার জুবলি হিলসের উপনির্বাচনের দিকে নজর থাকবে। এখানে আসন ধরে রাখার লড়াইয়ে বিরোধী দল বিআরএস-এর সামনে শক্ত চ্য়ালেঞ্জ ছুড়বেন কংগ্রেসের প্রার্থী। পঞ্জাব ও ঝাড়খণ্ডের দুই শাসক দল যথাক্রম আম আদমি পার্টি ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়কদের মৃত্যুর কারণে দুটি আসনে হচ্ছে উপভোট। পশ্চিম ওডিশায় নুয়াপাদা বিধানসভার বিজু জনতা দলের রাজেন্দ্র ধোলাকিয়ার মৃত্য়ুর কারণে হচ্ছে উপনির্বাচন। বিধায়ক উত্তর পূর্ব ভারতের মিজোরামে উপনির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে সেকানকার মিজো ন্য়াশানল ফ্রন্টের বিধায়কের মৃত্যুর কারণে।
এক নজরে দেখে নেওয়া যাক দেশের যে আটটি বিধানসভা আসনে হবে উপনির্বাচন
১) জম্মু-কাশ্মীর: বুদগাম, নাগরোতা
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার (এনসি) পদত্যাগে খালি হয়েছে বুদগাম আসনটি।
দেবেন্দার সিং রানার (বিজেপি) মৃত্য়ুতে খালি হয়েছে নাগরোতার আসনটি।
২) রাজস্থান: আন্তা
কানওয়ারলালের বিধায়ক পদক খারিজ হওয়ায় খালি হয়েছে আসনটি
৩) ঝাড়খণ্ড: ঘাটশিলা (সংরক্ষিত)
রামদাস সোরেন (জেএমএম)-এর মৃত্য়ুতে খালি হয়েছে আসনটি।
৪) তেলঙ্গানা: জুবিলি হিলস
মাগান্তি গোপিনাথ (বিআরএস)-এর মৃত্য়ুতে খালি হয়েছে আসনটি।
৫) পঞ্জাব: ত্রান তারান (আপ)
কাশ্মীর সিং সোহালের মৃত্য়ুতে খালি হয়েছে আসনটি।
৬) মিজোরাম: ডাম্পা (সংরক্ষিত)
লালরিন্টতুলাঙ্গা সাইলো (মিজো ন্যাশনল ফ্রন্ট)-এর মৃত্য়ুতে খালি হয়েছে আসনটি।
৭) ওডিশা: নুয়াপাদা
বিধায়ক রাজেন্দ্র ধোলাকিয়া (বিজেডি)-র মৃত্য়ুর কারণে খালি হয়েছে আসনটি।
ভোটগ্রহণ: ১১ নভেম্বর, ফলপ্রকাশ: ১৪ নভেম্বর।