দিল্লি, ৬ অক্টোবর: বিহার বিধানসভা (Bihar Election 2025) নির্বাচন নিয়ে সাংবাদিক সম্মেলন শুরু হল। বিহার বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে সোমবার সাংবাদিক সম্মেলন শুরু করা হয় নির্বাচন কমিশনের তরফে। নির্বাচন কমিশনের স্পেশাল ইলেকটোরাল রোলস অনুযায়ী ৬৮.৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। তবে ওই তালিকায় সংযোজিত হয়েছে আরও ২১.৫ লক্ষের নাম। ২১.৫ লক্ষের নতুন নাম বিহারের নির্বাচন তালিকায় সংযোজিত করা হয়েছে।
আজ ১৮তম বিহার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হচ্ছে। বিহার নির্বাচনে এবার ২৪৩টি কেন্দ্রের ভোটগ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। বিহারে নির্বাচন পর্ব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সেই চেষ্টাই সর্বতোভাবে করা হবে বলে জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে।
এবার বিহারে ভোট দেবেন ৭.৪৩ কোটি ভোটার। যাঁদের মধ্যে ৪ লক্ষ সিনিয়র সিটিজ়েন বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, সিনিয়র সিটিজ়েনদের মধ্যে ১৪ হাজার রয়েছেন, যাঁদের বয়স ১০০ বছর পার করেছে। ১৪ লক্ষ ভোট দেবেন এই প্রথমবার। জানান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
এসবের পাশাপাশি বিহারে এবার পুরুষ ভোটার রয়েছেন ৩.৯২ কোটি। মহিলা ভোটারের সংখ্যা ৩.৫০ কোটি। বিহারের ২৫০ টি পোলিং স্টেশনে এবার ভোট গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
এবার দুই দফায় সম্পন্ন হবে বিহারের বিধানসভা নির্বাচন। আগামী ৬ নভেম্বর হবে প্রথম দফা। দ্বিতীয় দফা সম্পন্ন হবে ১১ নভেম্বর। দুই দফা নির্বাচনের পর ফল বেরোবে ১৪ নভেম্বর। জানানো হয়েছে নিরাবচান কমিশনের তরফে।
২১.৫ লক্ষ নতুন ভোটারের নাম সংযোজিত করা হয়েছে...
VIDEO | Delhi: The Election Commission begins its press conference to announce the date(s) for the Bihar Assembly elections 2025.
The Bihar elections will be the first after the Election Commission’s Special Intensive Revision of electoral rolls, which deleted 68.5 lakh voters… pic.twitter.com/a3MSzfA0xd
— Press Trust of India (@PTI_News) October 6, 2025
দেখুন কী জানালেন মুখ্য নির্বাচন কমিশনার...
VIDEO | Delhi: Chief Election Commissioner Gyanesh Kumar says, "Bihar Assembly elections will be held in two phases - the first phase on November 6 and the second on November 11. The counting of votes will take place on November 14."#BiharElectionsWithPTI #BiharElections2025… pic.twitter.com/MrcXq5SbAm
— Press Trust of India (@PTI_News) October 6, 2025