Purnam Kumar Shaw's wife (Photo Credit: ANI/X)

কলকাতা, ১৪ মে: 'মোদীজি হ্যায় তো সব চিজ পসিবল হ্যায়।' পাকিস্তানের হাত থেকে স্বামীর মুক্তির পর এমনই মন্তব্য করলেন বিএসএফ পূর্ণম কুমার সাউয়ের (Purnam Kumar Shaw) স্ত্রী। তিনি বলেন, পহেলগাম হামলার (Pahalgam Terror Attack) পর অপারেশন সিদূঁর করে, বদলা নেওয়া হয়। তারপর আমার সিদূঁরও রক্ষা করেছেন মোদীজি (PM Narendra Modi)। তাই প্রধানমন্ত্রী মোদী আছেন বলেই সবকিছু সম্ভব। এমন মন্তব্য করতেও শোনা যায় পূর্ণম কুমার সাউয়ের স্ত্রীকে। তিনি আরও বলেন, পুর্ণম কুমার সাউ যখন হঠাৎ ভুল করে পাকিস্তানের মাটিতে পা দিয়ে পাক রেঞ্জার্সদের হাতে আটক হন, তখন বিএসএফ (BSF) থেকে শুরু করে রাজ্য সরকার, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকে তাঁর সঙ্গে ছিলেন। তাঁর মনের জোর বাড়িয়েছেন। তাই আত্তারি থেকে ওয়াঘা সীমান্ত বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ পা রাখতেই, তাঁর স্ত্রী সবাইকে ধন্যবাদ জানান।

তার পাশাপাশি পূর্ণের স্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী আছেন বলেই সব সম্ভব। মোদীজি সবার সিথির সিদূঁর রক্ষা করেছেন বলে মন্তব্য করেন বিএসএফ কনস্টেবল পূর্ণমের স্ত্রী।

আরও পড়ুন: BSF Constable Purnam Kumar Shaw Has Return India From Pakistan: ভারতের বড় সাফল্য, বিএসএফ কনস্টেবল বাংলার পূর্ণম কুমার সাউ-কে ফেরৎ দিতে বাধ্য হল পাকিস্তান

শুনুন কী বললেন পূর্ণমের স্ত্রী...

 

এসবের পাশাপাশি তাঁর স্বামী তাঁকে ভিডিয়ো কল করেছেন। আপাতত তিনি সুস্থই আছেন বলে তাঁর মনে হয়েছে। অন্য দেশে ছিলেন কিছুদিন। তাই কিছু দুর্বলতা তো থাকবেই। বাকি তিনি সুস্থ আছেন বলে জানান বিএসএফ জওয়ানের স্ত্রী।

প্রসঙ্গত পূর্ণম কুমার সাউ পাক রেঞ্জার্সদের হাতে আটক হওয়ার পর তা নিয়ে একের পর এক ফ্ল্যাগ মিটিং করা হয় বিএসএফের তরফে। তবে প্রথমে পূর্ণমকে ছাড়া হবে না বলে জানানো হয়। পরে পূর্ণমকে বাধ্য হয় পাকিস্তান মুক্ত করতে। পূর্ণমকে মুক্ত করার পর ওয়াঘা সীমান্তে তাঁকে বিএসএফের হাতে তুলে দেয় পাক রেঞ্জার্সরা।