নতুন বছর শুরুর আগে অর্থাৎ ৩১ ডিসেম্বর রেকর্ড পরিমাণ জিনিসপত্রের অর্ডার পেল ব্লিনকিট (Blinkit)। অনলাইন ডেলিভারি সংস্থা ৩১ ডিসেম্বর ১ লক্ষের বেশি কন্ডোমের প্যাকেট বিভিন্ন গ্রাহকের দরজায় পৌঁছে দিয়েছে। ব্লিকনকিট যে পরিসংখ্যান প্রকাশ করেছে সেখানে দেখা গিয়েছে, ৩১ ডিসেম্বর অনলাইন ডেলিভারি সংস্থা ১, ২২,৩৫৬টি কন্ডোম গ্রাহকের দরজা পৌঁছে দিয়েছে। সেই সঙ্গে ৩১ ডিসেম্বর ২৪৩৪টি ইনো বিক্রি করেছে ব্লিনকিট। ৪৫,৫৩১টি বোতল মিনারেল ওয়াটারও গ্রাহকের দরজায় পৌঁছে দিয়েছে ব্লিনকিট। একদিনে এত পরিমাণ ডেলিভারি এর আগে ককও ব্লিনকিট করেনি। ৩১ ডিসেম্বর ব্লিনকিট যে হারে ডেলিভারি করেছে, তা কার্যত রেকর্ড বলে জানান সংশ্লিষ্ট সংস্থার সিইও।
দেখুন ব্লিনকিটের সিইও কী জানালেন...
1,22,356 packs of condoms
45,531 bottles of mineral water
22,322 Partysmart
2,434 Eno
..are enroute right now! Prep for after party?
— Albinder Dhindsa (@albinder) December 31, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)