পাটনাঃ হোমগার্ড নিয়োগের পরীক্ষা দিতে এসে ধর্ষণের শিকার হলেন এক তরুণী। বিহারের (Bihar) বোধগয়া থানা এলাকায় চলন্ত অ্যাম্বুলেন্সের মধ্যে ধর্ষণের ঘটনাটি ঘটেছে। অ্যাম্বুলেন্স চালক এবং টেকনিশিয়ানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।
পুলিশ জানাচ্ছে, ২৪ জুলাই বৃহস্পতিবার বোধগয়া থানা এলাকার বিএমপি-৩ প্যারেড গ্রাউন্ডে হোমগার্ড নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন নির্যাতিতা তরুণী। দৌড় প্রতিযোগিতার সময়ে হঠাৎই জ্ঞান হারান তিনি। হোমগার্ড পরীক্ষার জন্যে মাঠে আগে থেকেই উপস্থিত ছিল অ্যাম্বুলেন্স। দ্রুত ওই পরীক্ষার্থীকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ঘটে জঘন্য ঘটনা। তরুণীর জ্ঞান না থানার সুযোগ নিয়ে চলন্ত অ্যাম্বুলেন্সের মধ্যে চালক এবং টেকনিশিয়ান তাঁকে গণধর্ষণ করে।
সিনিয়র পুলিশ সুপার আনন্দ কুমার এই ঘটনার পর জানান, মহিলা চাকরি প্রার্থী পুলিশকে ধর্ষণের কথা জানান। তাঁর অভিযোগের ভিত্তিতে, অ্যাম্বুলেন্স চালক বিনয় কুমার এবং টেকনিশিয়ান অজিত কুমারকে দুই ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। মামলাটি পরিচালনার জন্য বোধগয়ার এসডিপিও সৌরভ জয়সওয়ালের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এলাকা থেকে প্রমাণ সংগ্রহের জন্য একটি ফরেন্সিক দল পাঠানো হয়েছে।