Bihar Exit Poll Results: গদি হারাচ্ছে জেডিইউ-বিজেপি জোট? জেনে নিন বিহার নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফল
নীতীশ কুমার ও তেজস্বী যাদব (Photo Credits: File Image)

শেষ দফার নির্বাচন প্রক্রিয়ার পর এল বুথ ফেরত সমীক্ষার ফল। তবে বেশিরভাগ এক্সিট পোল (Exit Poll) অনুযায়ী, বিহারে (Bihar Election 2020) সম্ভবত কোনও দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। জাতীয় সংবামাধ্যমগুলির সমীক্ষা অনুযায়ী, টাইমস নাও-এর সমীক্ষা বলছে, মোট ২৪৩ টি বিধানসভা আসনের মধ্যে এনডিএ-বিজেপি জোট ১১৬টি আসন পেতে পারে, অন্যদিকে আরজেডি, কংগ্রেস ও বামেদের জোট পেতে পারে ১২৬টির মত আসন।

এবিপি নিউজের সি-ভোটার বুথ ফেরত সমীক্ষা বলছে, ২৪৩ সদস্যের বিধানসভায় বিজেপি-নীতীশ কুমারের ক্ষমতাসীন এনডিএ ১০৪-১২৮টি আসন পেতে পারে। আরজেডি নেতৃত্বাধীন মহাজোট পাবে ১০৮-১৩১টি আসন। রিপাবলিক টিভি-জন কি বাত সমীক্ষা বলছে, নীতীশ কুমার নেতৃত্বাধীন এনডিএ পাবে ৯১ থেকে ১১৭টি আসন। ১১৮ থেকে ১৩৮টি আসন যেতে চলেছে আরজেডি জোটের দখলে। ৫-৮টি আসন পেতে চলেছে এলজেপি, অন্যান্যরা পেতে পারে ৩-৬টি আসন। চাণক্য  বুথ ফেরত সমীক্ষা বলছে, ৪৪% আসন পাবে আরজেডি-কংগ্রেস, অন্যদিকে জেডিইউ, বিজেপি পেতে পারে ৩৩%। আরজেডির তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছে বিহারবাসীর একাংশ, জানিয়েছে ইন্ডিয়া টুডে।

আরও পড়ুন, স্বামীকে তার প্রেমিকাকে বিয়ে করার সমর্থন দিয়ে ৩ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানলেন স্ত্রী

১০ তারিখ প্রকাশিত হবে বিহার বিধানসভা ভোটের ফল। এবারে বিজেপি-জেডিইউ এমনিতেই নড়বড়ে। পরিযায়ী শ্রমিকদের ঢুকতে না দেওয়া, চাকরি সমস্যা এবারের নির্বাচনের একটি বড় কারণ হয়ে দাঁড়ায়।