নয়াদিল্লি, ২৪ এপ্রিল: ভারতীয় রাজনীতিতে তাঁর ভাবমূর্তি নষ্ট করেছে এখানকার সংবাদমাধ্যম। বুধবার নয়াদিল্লিতে সামাজিক ন্যায় সম্মেলনে এমনটাই দাবি করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। দীর্ঘদিন ধরে দেশের প্রধান বিরোধী দলের মুখ হওয়া সত্ত্বেও তাঁকে শুনতে হয়েছে রাজনীতি তাঁর নাকি আসার ইচ্ছে ছিল না। এই নিয়ে পদ্মশিবির প্রতিনিয়ত তাঁকে আক্রমণ করে চলেছে। তবে এবার এই নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন রাহুল।
অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে রাহুল বলেন, ভারতীয় গনমাধ্যমে প্রায়শই বলা হয় আমি নাকি রাজনীতি আসার ইচ্ছে ছিল না। আমি নাকি এই নিয়ে নিয়ে সিরিয়াস নই। তাঁদের কাছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন এবং জমি অধিগ্রহণ আইন সিরিয়াস ইস্যু নয়। এদের কাছে তাহলে অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন এবং বিরাট কোহলি সিরিয়াস ব্যাপার।
"They used to say about me in the media that I am not interested in politics, I am not serious about politics. For them, the one fighting on MNREGA and the land acquisition bill is non-serious, while the one talking about Amitabh, Aishwarya Rai, and Virat Kohli is serious?" says… pic.twitter.com/ZyVGnSa14b
— IANS (@ians_india) April 24, 2024
আসন্ন লোকসভা নির্বাচনে মোদী বনাম রাহুলের লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, তা আর কয়েকমাস পরেই দেখা যাবে। তবে এবারের লড়াইয়ে বিজেপিকে একচুল জমি ছাড়তে নারাজ তা কিন্তু এখন থেকেই বোঝা যাচ্ছে। কংগ্রেস তো ভোটের নির্ঘন্ট প্রকাশের কয়েকমাস আগে থেকেই প্রচার শুরু করে দিয়েছিল।