বালাসোর: শনিবার দুপুরে ওড়িশার (Odisha) বালাসোরের দুর্ঘটনাস্থলে (Balasore Train Accident) পৌঁছনোর পর প্রথমে উদ্ধার কাজ খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। তারপর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Union Railways minister Ashwini Vaishnaw), কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও ওড়িশার বিজেপি সাংসদ ধর্মেন্দ্র প্রধান (Union Minister Dharmendra Pradhan), শিক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী ডাঃ সুভাষ সরকার ও সরকারি আধিকারিকদের (officials) সঙ্গে উদ্ধার কাজ সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।
#WATCH | Odisha: Prime Minister Narendra Modi was briefed by Union Railways minister Ashwini Vaishnaw, Union Minister Dharmendra Pradhan and other officials about the #BalasoreTrainAccident at the site of the incident. pic.twitter.com/FeZMqwwhOW
— ANI (@ANI) June 3, 2023
Odisha | Prime Minister Narendra Modi at the site of #BalasoreTrainAccident where he reviewed the restoration work that is underway. pic.twitter.com/XZ8hA9MSK9
— ANI (@ANI) June 3, 2023
তারপর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (Health Minister) মনসুখ মান্ডব্য ও ক্যাবিনেট সচিবকে (Cabinet Secretary) দুর্ঘটনাস্থল থেকেই ফোন করে ট্রেন দুর্ঘটনায় জখম যাত্রী (injured) ও তাঁদের পরিবারগুলিকে (their families) সমস্ত রকম প্রয়োজনীয় সাহায্য (all needed help) করার (provided) নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি তিনি তাঁদের আরও নির্দেশ দেন যে শোকাহত পরিবারগুলি (bereaved families) যাতে কোনও রকম অসুবিধার (inconvenience) সম্মুখীন না হয়। আর এই ট্রেন দুর্ঘটনার ফলে ক্ষতিগ্রস্তরা যাতে তাঁদের প্রয়োজনীয় সাহায্য পান তা বিশেষ যত্ন (special care) নিয়ে সুনিশ্চিত করতে হবে। আরও পড়ুন: Odisha Train Accident: শেষ উদ্ধারকাজ, চলছে লাইন সরানোর কাজ
PM Narendra Modi spoke to Cabinet Secretary and Health Minister from the site. He asked them to ensure all needed help is provided to the injured and their families. He also said that special care must be taken to ensure that the bereaved families don’t face inconvenience and…
— ANI (@ANI) June 3, 2023