জম্মু: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Congress MP Rahul Ghandhi) নেতৃত্বে শুরু হওয়া ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) প্রবেশ করেছে জম্মুতে (Jammu)। তার মাঝেই শনিবার সকালে জোড়া বিস্ফোরণের (twin blasts) জেরে আতঙ্ক ছড়াল জম্মুর নারওয়াল এলাকায়। এর ফলে এখনও পর্যন্ত ৭ জনের জখম হওয়ার খবর পাওয়া গেছে।
সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গেছে, শনিবার সকালে নারওয়াল (Narwal) এলাকায় জোড়া বিস্ফোরণ হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় সিআরপিএফ (CRPF), ভারতীয় সেনা (Indian Army) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের (J&K Police) যৌথ বাহিনী। বর্তমানে তারা এলাকাটি পরিষ্কার করার পাশাপাশি প্রমাণ সংগ্রহ করছে। চলছে তল্লাশিও।
এপ্রসঙ্গে সিআরপিএফ কমাডান্ট (CRPF Commandant) কমল শিশোদিয়া (Kamal Sisodiya) জানান, সিআরপিএফ, সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ এলাকায় তল্লাশি চালাচ্ছে। এখনই এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো সম্ভব হচ্ছে না। আগে আমাদের তদন্ত করতে দিন, তারপরই আমরা আপনাদের মুখোমুখি হব।
জোড়া বিস্ফোরণের ঘটনার সঙ্গে জঙ্গিদের যোগ থাকতে পারে বলে দাবি করেছেন জম্মুর ডেপুটি মেয়র (Dy Mayor) বলদেব সিং বিল্লাওয়ারিয়া। তিনি বলেন, "আমি আধিকারিকদের কাছে জানতে চেয়েছিলাম দুর্ঘটনাবশত এই ঘটনা ঘটেছে না এর পিছনে জঙ্গিরা (terrorists) রয়েছে। এর জবাবে তাঁরা জানিয়েছেন তদন্তের পরেই এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হবে। আমি আরও জানতে পেরেছি যে এই ঘটনায় সাতজন জখম হয়েছেন আর তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আমার মনে হচ্ছে এর পিছনে জঙ্গিরা রয়েছে। কয়েকদিন আগেই তারা রাজৌরিতে (Rajouri) হামলা করেছে। সামনেই সাধারণতন্ত্র দিবস আসছে। এদিকে ভারত জোড়ো যাত্রা চলছে এখানে। এই সময়ে তারা এমন কিছু একটা করতে চায় যাতে জম্মু ও কাশ্মীরের বদনাম হয়। তাই যে সন্ত্রাসবাদ এখানে শেষ নিশ্বাস ফেলছে তাকে ফের ফিরিয়ে আনার চেষ্টা করছে।"
দেখুন ভিডিয়ো:
#WATCH | J&K: Twin explosions occurred in the Narwal area of Jammu today, injuring at least 6 people.
Visuals of the moment when one of the explosions occurred. pic.twitter.com/9avgnAd6w6
— ANI (@ANI) January 21, 2023
J&K | Two explosions occurred in Narwal area of Jammu; at least 6 people injured. Visuals from the second site. pic.twitter.com/rPJVroqpWm
— ANI (@ANI) January 21, 2023
#WATCH | J&K: Six people injured in two blasts that occurred in Narwal area of Jammu. Visuals from the spot. Police personnel are present at the spot. pic.twitter.com/eTZ1exaICG
— ANI (@ANI) January 21, 2023
I asked the officers & they told me that only after an investigation will they be able to say if the blasts were accidental or linked to militancy. I've been told that 7 people are injured & some of them are critical: Baldev Singh Billawaria, Dy Mayor, Jammu on twin blasts here pic.twitter.com/sIDdiJHERU
— ANI (@ANI) January 21, 2023
There could be a militancy angle. They (terrorists) did something in Rajouri. Republic Day is approaching. Bharat Jodo Yatra is marching ahead. They want to do something to defame J&K so that they can revive the militancy that is taking its last breaths: Jammu Deputy Mayor pic.twitter.com/U7Ut48mA5K
— ANI (@ANI) January 21, 2023
J&K LG, Manoj Sinha has strongly condemned the blasts in Narwal, Jammu this morning. Senior police officials briefed the Lt Governor about the blast and on the state of investigation. He called for urgent steps to identify and take action against those responsible.
(File pic) pic.twitter.com/6xCCMuuo6g
— ANI (@ANI) January 21, 2023