সোহম চক্রবর্তী(Photo Credits: Facebook)

কলকাতা, ৩০ সেপ্টেম্বর:  টলিউডে ফের কোভিডের গ্রাস। এবার করোনা আক্রান্ত হলেন অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। বেশ কয়েকদিন ধরে সোহম মৃদু উপসর্গ টের পাচ্ছিলেন। জ্বর ছাড়া কিছুই ছিল না তাঁর। তবে সাবধানের মার নেই। তাই সোমবার কোভিড-১৯ টেস্ট করিয়ে নেন। রিপোর্ট পজিটিভ আসতেই মঙ্গলবার বেশি রাতে বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বাংলা ছবির এই অভিনেতাকে। শুধু সিনেমা-ই নয়, রাজনীতিতেও সাবলীল যাতায়াত সোহমের। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবেও সুপরিচিত সোহম। এই করোনাকালে দলের তরফে বিভিন্ন জায়গায় গিয়েছেন তিনি। একাধিক জেলার সাংগঠনিক সভায় অংশ নিতে দেখা গিয়েছে সোহমকে। অভিনেতার দুই সন্তান ও স্ত্রীরও কোভিড টেস্ট হলে রিপোর্ট নেগেটিভ এসেছে। আরও পড়ুন-Donald Trump: করোনায় মৃত্যুর সরাসরি পরিসংখ্যান দিচ্ছে না ভারত, বললেন ডোনাল্ড ট্রাম্প

২০১৬-র আগে থেকেই তৃণমূলের সঙ্গে সোহম চক্রবর্তীর সখ্যতা গড়ে ওঠে। সুপ্রিমো মমতা ব্যানার্জি তাঁকে বাঁকুড়ার বড়জোড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থীও করেছিলেন। তবে প্রতিদ্বন্দ্বি সিপিএম প্রার্থীর কাছে হারতে হয়েছিল অভিনেতাকে। তবে সোহম একা নন, এর আগেও টলিউডের অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তালিকায় প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক থেকে শুরু করে তরুণ প্রজন্মের নায়িকা কোয়েল মল্লিক, কোয়েলের স্বামী নিশপাল সিং রানে, পরিচালক রাজ চক্রবর্তী। সিনেমার পাশাপাশি টেলিভিশন জগতের অনেকেরও শরীরে বাসা বেঁধেছিল করোনাভাইরাস। টিভি সিরিয়ালের অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ও কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তবে তাঁদের প্রত্যেকেই করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। অনুরাগী মহল ও শুভাকাঙ্খীদের আশা খুব শিগগির মারণ রোগকে হারিয়ে কাজে ফিরবেন সোহম চক্রবর্তী।