![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2021/12/Tathagata-Debolina-380x214.jpg)
কলকাতা, ১ ডিসেম্বর: শেষ পর্যন্ত বিচ্ছেদের রাস্তায় হাঁটছেন অভিনেতা তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) এবং দেবলীনা দত্ত (Debolina Dutta)? এবার এমনই একটি রিপোর্ট প্রকাশ্যে আসতে শুরু করেছে। শুধু তাই নয়, অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়ের সঙ্গে তথাগত মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠতার জেরেই নাকি সম্পর্ক ভাঙতে চলেছে টলিউডের এই অভিনেতা দম্পতির। যদিও দেবলীনা বা তথাগত মুখোপাধ্যায় এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। নিজেদের সম্পর্ক নিয়ে তাঁরা কোনও মন্তব্যই করতে চাননি।
সম্প্রতি জনপ্রিয় গায়ক অনুপম রায় (Anupam Roy) স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন। পিয়ার সঙ্গে বিচ্ছেদ হলেও, তাঁরা একে অপরের ভাল বন্ধু থাকছেন বলে জানান অনুপম-পিয়া। টলিউডের এই জুটির বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতে না আসতেই এবার ফের দেবলীনা-তথাগতর বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে টলি পাড়ায়।
আরও পড়ুন: Katrina-Vicky: মোবাইল নিষিদ্ধ বলেই ক্যাটরিনা-বিকির বিয়েতে হাজির হবেন না এই অভিনেতা
প্রসঙ্গত 'দেশের মাটি' এবং 'মোহর', এই দুই ধারাবাহিকে দেখা যায় তথাগত মুখোপাধ্য়ায়কে। অন্যদিকে দেবলীনা দত্ত-ও ব্যস্ত নিজের অভিনয় জগৎ নিয়ে।