দিল্লি, ২৯ অগাস্ট: শিরোমণি অকালি দলের প্রাক্তন সাংসদ সিমরনজিৎ মান-এর (Simranjit Mann) ধর্ষণ মন্তব্যের বিরুদ্ধে এবার মুখ খুললেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। অভিনেত্রী সাংসদ বলেন, 'মনে হচ্ছে এই দেশ কখনওই ধর্ষণকে তুচ্ছ করা বন্ধ করবে না। প্রবীণ এই রাজনীতিবিদ যেভাবে ধর্ষণের ঘটনাকে সাইকেল চালানোর সঙ্গে তুলনা করলেন এবং বিষয়টি মজার ঘটনা বলে অভিহিত করলেন, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই।' ধর্ষণ নিয়ে যেভাবে মজা করা হল, তার বিরুদ্ধে সুর চড়ান কঙ্গনা।
প্রসঙ্গত
আরও পড়ুন: Simranjit Mann On Kangana Ranaut: 'ধর্ষণের অভিজ্ঞতা রয়েছে কঙ্গনার', অভিনেত্রীকে 'চরম অপমান', বিতর্ক
সিমরনজিৎ মান বলেন, 'ধর্ষণের অভিজ্ঞতা রয়েছে কঙ্গনার। আপনারা কঙ্গনাকে জিজ্ঞেস করুন কীভাবে ধর্ষণ হয়। কঙ্গনাকে জিজ্ঞাসা করলে মানুষও বুঝতে পারবেন ধর্ষণ কীভাবে হয়।' মান্ডির সাংসদ সম্পর্কে সিমনরজিৎ মান যে অবমাননাকর মন্তব্য করেন, তা প্রকাশ্যে আসতেই জোর বিতর্ক শুরু করে হয়ে যায়। সিমরনজিৎ মানের ওই মন্তব্যের পর এবার পালটা মুখ খুললেন কঙ্গনা।