![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2021/12/Katrina-KaifVicky-Kaushal-380x214.jpg)
মুম্বই, ১ ডিসেম্বর: ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এবং বিকি কৌশলের বিয়েতে যাবেন না গিরিরাজ রাও। ক্যাটরিনা-বিকির বিয়েতে কেউ মোবাইল নিয়ে যেতে পারবেন না। মোবাইল নিয়ে না যেতে পারলে, নিজস্বী তুলতে না পারলে তিনি ক্যাটরিনা এবং বিকির (Vicky Kaushal) বিয়েতে হাজির হবেন না বলে জানান 'বাধাই হো' অভিনেতা। যদিও পুরোটাই মজের ছলে মন্তব্য করেন গিরিরাজ রাও (Giriraj Rao)।
জানা যাচ্ছে, চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন ক্যাটরিনা কাইফ এবং বিকি কৌশল। রাজস্থানের (Rajasthan) রণথম্ভোরে বসবে বিয়ের আসর। ৭ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে হবে বিয়ের অনুষ্ঠান। ৯ ডিসেম্বর হিন্দু রীতি মেনে ক্যাটরিনা এবং বিকি সাতপাকে বাঁধা পড়বেন বলে জানা যাচ্ছে।
পাশাপাশি ক্যাটিরনা, বিকির বিয়েতে অতিথিদের জন্য ৪০টি হোটেল ভাড়া করা হয়েছে। পাশাপাশি অতিথিদের জন্য জঙ্গল সাফারির ব্যবস্থাও থাকছে বলে খবর। সবকিছু মিলিয়ে এবার ফের বলিউডে বসতে চলেছে আরও একট হাই প্রোফাইল বিয়ের আসর।