কলকাতা, ৩ ফেব্রুয়ারি: ছোট থেকেই ডাকাবুকো বলে পরিচিত অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। প্রতিবাদে গলা চড়াতে তিনি ভয় পান না। নির্বাচনী প্রচারের ফাঁকে বাচ্চাদের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে ক্যারাটের প্যাঁচ কষতে। আর এবার মিমির উদ্যোগে এবং সোনারপুর পুলিশের (Sonarpur) সহযোগিতায় এলাকার সব মহিলা এবং পড়ুয়াদের জন্য বিশেষ সেল্ফ ডিফেন্স কোচিং ক্যাম্প (Self Defence Coaching Camp) শুরু হল তাঁর উদ্যোগে।
স্কুলে পড়াকালীন ছেলেরা তাঁর সঙ্গে একটু দূরত্ব রেখেই মিশতেন তিনি। নির্বাচনে জিতে যাদবপুরের (Jadavpur) নতুন সাংসদ হওয়ার পর তিনি তাঁর এলাকায় বেশ কিছু মাঠ সংস্কারের কাজ করেছেন। সোনারপুরের বনহুগলিতে বলরামপুর মন্মথনাথ হাই স্কুলে ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসেছে তাঁর উদ্যোগেই। সরস্বতী পুজোর (Saraswati Puja) সময় কামালগাজি স্পোর্টস কমপ্লেক্সের নতুন ড্রেসিং রুম উদ্বোধন করেন তিনি। নভেম্বরের কলকাতা পুলিশের বিশেষ আত্মরক্ষার পাঠ 'তেজস্বিনীতে' যোগ দিয়েছিলেন বহু মহিলা। স্থান সংকুলানের জন্য বাধ্য হয়ে ফিরেও গিয়েছিলেন অনেকে। সেই অনুষ্ঠানেই ঘোষণা করা হয় শহরের নানা প্রান্তে মেয়েদের আত্মরক্ষার জন্য এই ক্যাম্প করবেন তাঁরা। এছাড়াও কলকাতা পুলিশের উদ্যোগে মহিলাদের জন্য বিশেষ মার্শাল আর্ট অ্যাকাডেমির উদ্বোধনও হয়। কলকাতা পুলিশের সেই বিশেষ উদ্যোগের প্রশংসা করেছিলেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান (Nusrat Jahan) ও কোয়েল মল্লিক (Koel Mullick)। 'নিজের সুরক্ষা নিজের হাতে' প্রচারে গিয়ে বারবার মহিলাদের উদ্দেশ্যে এই কথা বলতে শোনা গিয়েছে মিমিকে। নিজের জীবনে অর্জিত আত্মরক্ষার পাঠ নিয়ে কথা বলতে গিয়ে মিমি বলেন, তাঁর স্কুলে তিনি নবম শ্রেণি পর্যন্ত ক্যারাটে-মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছেন। যে কারণে কোনও কিছুতে তিনি ভয় পান না। জানা গিয়েছে, তাঁর উদ্যোগে ক্যারাটের ব্ল্যাকবেল্ট রূপা বারুই এবং দিব্যেন্দু চট্টোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছে প্রশিক্ষণ। আরও পড়ুন: Koel Mallik is Pregnant: মা হতে চলেছেন কোয়েল মল্লিক! খবর রাখেন?
My school traind me of Karate nd self defence since i was hardly 9 nd that inner strength will stay wit me 4evr so now my kids in my constituency will too be traind on that.
An initiative by Sonarpur police nd i intend 2 do it in all of my constituency @BartamanNews thank you pic.twitter.com/5aGOiba8Tk
— Mimssi (@mimichakraborty) February 3, 2020
এই উদ্যোগে দারুণ খুশি মিমি। নিজের সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি জানিয়েছেন, "আমি স্কুলে (School) থাকাকালীন ক্যারাটে শিখেছি। আত্মরক্ষার (Self Defence) পাঠ নিয়েছি ক্লাস ৯ পর্যন্ত। আর সেই আত্মবিশ্বাস আমার মধ্যে রয়ে গিয়েছে এখনও আর এখন আমার লোকসভা কেন্দ্রের বাচ্চারা এই শিক্ষায় শিক্ষিত হবে।"