মুম্বই: বলিউড অভিনেত্রী প্রাচী দেশাইয়ের (Prachi Desai) আজ জন্মদিন। প্রাচী বলিউডের সেই কয়েকজন অভিনেত্রীর মধ্যে একজন, যিনি কোনও তারকা পরিবারের না হওয়া সত্ত্বেও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর নিজস্ব পরিচয় তৈরি করতে সফল হয়েছেন। টিভি সিরিয়াল থেকে চলচ্চিত্র জগতে নিজের অনন্য ছাপ রেখেছেন তিনি। আজ (মঙ্গলবার) প্রাচী দেশাই তাঁর ৩৫তম জন্মদিন পালন করছেন। তিনি ১৯৮৮ সালে ১২ সেপ্টেম্বর গুজরাটের সুরাটে জন্মগ্রহণ করেন।
১৭ বছর বয়সে প্রাচীর টিভি সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতে অভিষেক হয়েছিল প্রাচীর। জি টিভিতে প্রচারিত সিরিয়াল 'কসম সে' দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন প্রাচী। এরপর বলিউড ছবি 'রক অন' দিয়ে চলচ্চিত্রে কেরিয়ার শুরু করেন তিনি। এছাড়াও লাইফ পার্টনার, ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই, বোল বচ্চন সহ আরও অনেক ছবিতে অভিনয় করেছেন প্রাচী। এদিকে শো ও মডেলিং ক্যারিয়ারের কারণে পড়াশোনা ছেড়ে দেন প্রাচী। সালমান খানের সঙ্গে একটি বাণিজ্যিক বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল প্রাচি দেশাইকে। ২০০৬ সালে দেশাইকে একতা কাপুরের টেলিভিশন শো কসম সে-তে প্রধান চরিত্রে অভিনয় করার জন্য নির্বাচিত করা হয়। তিনি টিভি অভিনেতা রাম কাপুরের বিপরীতে নির্বাচিত হন। টিভি দর্শকরা তাঁদের জুটি খুব পছন্দ করে। অনুষ্ঠানটি প্রাচীকে সেরা অভিনেত্রীর জন্য ভারতীয় টেলি পুরস্কার সহ অনেক পুরস্কার পান। প্রাচী বর্তমানে গোয়া ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
দেখুন ছবি
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram