Oscars

অস্কারে সেরা সিনেমার দৌড় থেকে এবারও খালি হাতে ফিরতে হচ্ছে ভারতকে। সিনেমা জগতের সর্বশ্রেষ্ঠ 'অ্য়াকাডেমি পুরস্কার'-এ সেরা বিদেশী ভাষার সিনেমা বিভাগের চূড়ান্ত তালিকায় জায়গা পেল না ভারতের পাঠানো ছবি '২০১৮'। ২০১৮ সালে কেরলে ভয়বাহ বন্যার সময় এক যুবকের মানুষদের বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ার কাহিনি দেখানো হয় দক্ষিণ ভারতের মালায়লাম ভাষার সিনেমা '২০১৮'। কিন্তু জিতু জোসেফের এই সিনেমা অস্কারে বিদেশী বিভাগে মনোনয়ন পেল না।

৯৬তম অস্কারে বিদেশী সেরা চলচ্চিত্র বিভাগে মনোনিত হল- ১) ইও কাপিটানো (ইতালি), ২) পারফেক্ট ডেস (জাপান), ৩) সোস্যাইটি অফ দি স্নো (স্পেন), দ্য টিচার্স লাউঞ্জ (জার্মানি) ও দ্য জোন অফ ইন্টারেস্ট (ইউ কে)।

দেখুন অস্কারে সেরা বিদেশী ভাষার সিনেমা বিভাগে মনোননিতরা

এবার অস্কারে সেরা সিনেমা হিসেবে মনোনিত হল-১) ওপেনহাইমার, ২) বার্বি, ৩) অ্যানটোমি অফ এ ফল, ৪) কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন, ৫) দ্য হোল্ডওভার্স, ৬) মায়েস্ট্রো,৭) পাস্ট লাইভস, ৮) পুওর থিংস ও, ৯) দ্য জোন অফ ইন্টারেস্ট।