সুপারস্টার হেনরি ক্যাভিলের ভক্তদের জন্য সুখবর। হেনরি ক্যাভিলের জীবনে শুরু হতে চলেছে একটি নতুন অধ্যায়। শীঘ্রই বাবা হতে চলেছেন হেনরি ক্যাভিল। অভিনেতার প্রেমিকা নাটালি ভিসকুসো গর্ভবতী। নিউইয়র্কে সাম্প্রতিক একটি ভ্রমণে দেখতে পাওয়া যায় নাটালি ভিসকুসোর সুন্দর বেবি বাম্প।
সাম্প্রতিক এই ভ্রমণে হেনরি পরেছিলেন গাঢ় কালো ট্রাউজারের সঙ্গে একটি মসৃণ কালো টেলিগ্রান জ্যাকেট। তাদের দুজনকে একসঙ্গে হাত ধরে একটি হোটেল থেকে বের হতে দেখা যায় এবং একটি অপেক্ষমান গাড়িতে উঠে চলে যান তারা। গর্ভাবস্থায় আরও সুন্দর দেখতে লাগছে ৪০ বছর বয়সী নাটালি ভিসকুসোকে। এদিন তিনি সুন্দরভাবে একটি কালো ব্যাগ দিয়ে নিজের বেবি বাম্পকে ঢেকে রাখার চেষ্টা করছিলেন।
নাটালি ভিসকুসো মূলত নিউ মেক্সিকোর বাসিন্দা, তবে তিনি তার কৈশর জীবন কাটিয়েছেন ক্যালিফোর্নিয়ায়। পূর্বে তিনি ছিলেন লিজেন্ডারি এন্টারটেইনমেন্টের ভাইস প্রেসিডেন্ট, বর্তমানে ভার্টিগো এন্টারটেইনমেন্টে ভাইস প্রেসিডেন্টের ভূমিকা পালন করছেন নাটালি ভিসকুসো।