সুশান্ত ও রিয়া (Photo Credits: Instagram)

মুম্বই, ৩১ জুলাই: সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর তদন্তে নড়া মোড়। অভিনেতা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য সুশান্তের পরিবার তাঁকে চাপ দিচ্ছে, ই মেই করে মুম্বই পুলিশের (Mumbai Police) কাছে এই অভিযোগ করলেন সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানি (Siddharth Pithani)। মুম্বই পুলিশকে লেখা একটি ই মেলে সিদ্ধার্থ পিঠানি অভিযোগ করেন, গত ২২ জুলাই সুশান্তের পরিবারের তরফে তাঁকে ফোন করা হয়। কনফারেন্স কলে সেখানে হাজির ছিলেন সুশান্তের জামাইবাবু ও পি সিং, দিদি মিতু রাজপুত এবং এক আইনজীবী। রাজপুত পরিবারের ওই কনফারেন্স কলের মাধ্যমেই তাঁকে রিয়ার বিরুদ্ধে বয়ান রেকর্ড করানোর জন্য চাপ দেওয়া হয়। ও পি সিং একজন সিনিয়র পুলিশ আধিকারিক।

এসবের পাশাপাশি সুশান্তের সঙ্গে রিয়া যখন ব্যান্দ্রার চার্টার রোডের বিলাসবহুল ফ্ল্যাটে থাকতেন, তখন অভিনেত্রীর খরচ নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তাঁকে রাজপুত পরিবারের তরফে করা হয় বলেও দাবি করেন সিদ্ধার্থ। এরপর ২৭ জুলাই আবারও নাকি ও পি সিং ফোন করে তাঁকে রিয়ার বিরুদ্ধে বয়ান দিতে বলেন। আরও পড়ুন: Rhea Chakraborty Missing: সুশান্তের বাবার এফআইআর দায়েরের পরেই মুম্বই থেকে উধাও রিয়া চক্রবর্তী?

 ই মেলে সিদ্ধার্থের অভিযোগ, আমাকে বলা হয়েছিল একটি ফোন কল আসবে, তার পরে একটি অজানা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল পেয়েছিলাম। কিন্তু এই কলটি ৪০ সেকেন্ডের মধ্যেই কেটে যায় এবং কোনও বয়ান রেকর্ড করা হয়নি। রিয়ার বিরুদ্ধে বয়ান রেকর্ড করতে আমার উপর চাপ দেওয়া হয়েছে। যা সম্পর্কে আমি অবগত নই।"