Shah Rukh Khan and Deepika Padukone (Photo Credits: Instagram)

মুম্বই, ১০ ফেব্রুয়ারিঃ ২০০৭ সালে বলিউড বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan) হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। প্রথম ছবিতেই বল মাঠের বাইরে। শাহরুখ দীপিকার (Shah Rukh Khan and Deepika Padukone) রসায়ন জায়গা করে নিয়েছিল দর্শক মনে। ওম শান্তি ওম (Om Shanti Om) থেকে চেন্নাই এক্সপ্রেস (Chennai Express) চড়ে একসঙ্গে হ্যাপি নিউ ইয়ার (Happy New Year) উদযাপন করে এবার পাঠান (Pathaan) এর সাফল্যে চুমুক দুই তারকার।

আরও পড়ুনঃ আরও সস্তা হচ্ছে পাঠান-এর টিকিট

বক্স অফিসে পাঠান এর সাফল্য হিন্দি সিনেমার ইতিহাসে রেকর্ড গড়েছে। ছবি ব্যবসা ভেঙে চূড়ে এক করে দিয়েছে পূর্বের সমস্ত রেকর্ড। পাঠান এর গগনভেদী সাফল্যের পর আবার দুই তারকাকে (Shah Rukh Khan and Deepika Padukone ) একসঙ্গে দেখা গেল। তবে কোথায় জানেন? দীপিকার বাথরুমে। আচমকাই নায়িকার বাথরুমে ঢুকে পড়লেন শাহরুখ খান! তারপর…

আরও পড়ুনঃ আসছে ‘পাঠান টু’? কী জানালেন শাহরুখ খান

সকলেরেই জানা অভিনয়ের পাশাপাশি দীপিকা (Deepika Padukone) একটি প্রসাধনী সংস্থার সহ প্রতিষ্ঠাতাও। 82e নামের ওই প্রসাধনী সামগ্রীর প্রচারের জন্যেই পাঠানকে সঙ্গে নিয়েছেন নায়িকা। অভিনেতাকে নিজের হাতে ধরে বিউটি টিপস দিলেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Deepika Padukone (@deepikapadukone)