মুম্বই, ১০ মার্চ: সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) তাঁর বিয়ের শাড়ি ফেরৎ দিচ্ছেন নাগা চৈতন্যকে? সম্প্রতি এমনই একটি খবর প্রকাশ করা হয় ইটি টাইমসের তরফে। যদিও সামান্থার তরফে এ বিষয়ে মুখ খোলা হয়নি।
রিপোর্টে প্রকাশ, বিয়ের সময় নাগা চৈতন্যর ( Naga Chaitanya) ঠাকুমার শাড়ি পরেছিলেন সামান্থা। বিয়ের আগে সামান্থার ডিজাইনার নাগার ঠাকুমার শাড়িতে নতুনত্বের ছোঁয়া দিয়েছিলেন। এরপরই সামান্থা নাগার ঠাকুমার শাড়ি পরে বিয়ের পিঁড়িতে বসেন।
Some more #chaisam happiness!! So beautiful pic.twitter.com/kCKiw1JQEq
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) October 6, 2017
সম্প্রতি নাগা চৈতন্য এবং সামান্থা বিচ্ছেদ ঘোষণা করেন। দুই দক্ষিণী তারকা বিচ্ছেদ ঘোষণার পর এবার নাগা চৈতন্যকে বিয়ের শাড়ি ফেরৎ দেওয়ার সিদ্ধান্ত সামান্থা নেন বলে শোনা যাচ্ছে।
প্রসঙ্গত ২০১৭ সালে নাগার্জুনার ছেলে নাগা চৈতন্যর সঙ্গে গাঁটছড়া বাঁধেন সামান্থা। বিয়ের ৩ বছর কাটতে না কটাতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন নাগা, সামান্থা। তবে কী কারণে তাঁরা বিচ্ছেদ গোষমা করলেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।