প্রয়াত বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি মারিয়া ব্রানিয়াস মোরেরা (World’s Oldest Person Maria Branyas Morera)। সোমবার ১৯ এপ্রিল স্পেনের কাতালোনিয়ার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে মারিয়ার বয়স হয়েছিল ১১৭ বছর ১৬৮ দিন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে, ইতিহাসের অষ্টম বয়স্ক ব্যক্তি ছিলেন মারিয়া। ১৯০৭ সালের আমেরিকায় জন্ম তাঁর। গত দুই দশক ধরে তিনি স্পেনের কাতালোনিয়ার ওই হাসপাতালে থাকছিলেন। চলতি বছরে ১১৭ বছরের জন্মদিনে হাসপাতালেই কেক কাটেন মারিয়া।
২০২৩ সালের জানুয়ারিতে লুসিল রান্ডনের প্রয়াণের পর মারিয়া হন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি (World’s Oldest Person)। ১১৮ বছর বয়সে মারা যান লুসিল রান্ডন। আজ মঙ্গলবার তাঁর পরিবারের তরফে মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়েছে। পরিবারের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়, 'মারিয়া ব্রানিয়াস আর আমাদের মধ্যে নেই। তিনি যেভাবে চেয়েছিলেন ঠিক সেভাবেই ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে। শান্তির এবং যন্ত্রণাহীন মৃত্যু'।
প্রয়াত বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি মারিয়া ব্রানিয়াস মোরেরা...
The Gerontology Research Group (GRG) is saddened to report the passing of Maria Branyas Morera (1907-2024), World’s Oldest Person, at the age of 117 years, 169 days. Her age and status were scientifically validated by GRG and GWR. May she Rest in Peace.https://t.co/rtHzuKoMMD pic.twitter.com/7dK5YIzOJV
— Gerontology Research Group (GRG) (@GerontologyGrg) August 20, 2024