দিল্লি, ৯ ডিসেম্বর: ফের বাবা ভাঙ্গা-কে (Baba Vanga) নিয়ে শোরগোল শুরু হয়েছে। সিরিয়া (Syria) থেকে বাশার আল-আসাদ (Bashar Al-Assad) পালানোর পর বাবা ভাঙ্গার ভবিষ্যতবাণী নিয়ে নতুন করে শোরগোল শুরু হয়েছে। বাবা ভাঙ্গা জানিয়েছিলেন, ২০২৫ সালে ইউরোপে (Europe) গৃহযুদ্ধ শুরু হবে। যাতে প্রচুর মানুষের মৃত্যু হবে। ইউরোপের পাশাপাশি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও ভবিষ্যতবাণী করে যান বাবা ভাঙ্গা। বাবা ভাঙ্গা বলেছিলেন, ২০২৫ সালে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করবে। বর্তমানে মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে বাবা ভাঙ্গার ভবিষ্যতবাণী সত্যি হওয়ার পথে এগোচ্ছে বলে মনে করা হচ্ছে।
ছোটবেলাতেই নিজের দৃষ্টিশক্তি হারান বুলগেরিয়ার নাগরিক বাবা ভাঙ্গা। তবে তাঁর কথা একাধিক ভবিষ্য়তবাণী ক্রমাগত মিলে যেতে শুরু করেছে। গোটা বিশ্বে যার প্রভাব পড়ছে। এমনকী তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিতও বাবা ভাঙ্গা দিয়ে যান। বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ শুরু হলে, তাতে তখন মানুষের প্রাণ যেতে শুরু করবে একের পর এক করে, সেই সময় যুদ্ধ শুরু হতে পারে বলে ইঙ্গিত দেন বাবা ভাঙ্গা। ইজরায়েল, গাজা, লেবাননের পর বিদ্রোহী তারির দৌরত্ম্যে দেশ ছাড়েন সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
সিরিয়া থেকে পালিয়ে আসাদ মস্কোয় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বলে খবর। বাশার পালিয়ে যেতেই ফের বাবা ভাঙ্গার ভবিষ্যতবাণী অনুযায়ী তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বলে মনে করছেন অনেকে।