Vladimir Putin: ইউক্রেনের ৪ প্রদেশকে রাশিয়ার অন্তর্ভুক্ত করার ঘোষণা পুতিনের
Vladimir Putin (Photo Credit: Instagram)

মস্কো, ৩০ সেপ্টেম্বর: রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বে (Russia-Ukraine Conflict) ফের নতুন করে উত্তাপ বাড়ালেন ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়াকে সর্বদিক থেকে রক্ষা করবেন তিনি। রাশিয়ার মানুষের সার্বভৌমত্ব, তাঁদের অধিকার যাতে কোনওভাবে খর্ব না হয়, সেদিকে তিনি খেয়াল রাখবেন। এসবের পাশাপাশি পুতিন আরও বলেন, ডোনেৎস্ক, লুহানক্স,খেরসন এবং জাপোরিজিয়াকে রাশিয়ার অন্তর্বুক্ত করা হচ্ছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, সমস্ত শক্তি প্রয়োগ করে রাশিয়াকে রক্ষা করা হবে। প্রয়োজনে রুশ সেনা বাহিনী পুরো শক্তি দিয়ে দেশকে রক্ষা করবে। রাশিয়ার মানুষকে রক্ষা করতে কোনও খামতি রাখা হবে না বলে মন্তব্য করেন পুতিন। ডোনেৎস্ক, লুহানক্স,খেরসন এবং জাপোরিজিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্ত করা হলেও, খারকিভ নিয়ে এই মুহূর্তে কোনও ঘোষণা করেননি পুতিন।

আরও পড়ুন:  Mohan Bhagwat: 'আমিষ ভুল খাবার, হিংসার পথে চালিত করে', মোহন ভগবতের কথায় শোরগোল

ইউক্রেনে বিশেষ সেনা অভিযান শুরুর পর খারকিভে একের পর এক হামলা চালায় রুশ সেনা। ইউক্রনের দ্বিতীয় বড় শহরে হামলা চালানো হলেও, এ বিষয়ে ক্রেমলিনে কোনও মন্তব্য করতে শোনা যায়নি পুতিনকে।