Mohan Bhagwat (Photo Credit: Instagram)

দিল্লি, ৩০ সেপ্টেম্বর:  আমিষকে ভুল খাবার বলে উল্লেখ করলেন মোহন ভাগবত (Mohan Bhagwat)। আরএসএস (RSS) প্রধান বলেন, আমিষের মত ভুল খাবার থেকে বিরত থাকতে হবে। আমিষ খাবার মানুষকে ভুল পথে চালিতে করে, হিংসায় উসকানি দেয়। তাই আমিষ খাবার থেকে বিরত থাকলে, মানুষ হিংসার পথ থেকে বিরত থাকবে বলেও মন্তব্য করেন মোহন ভগবত।

একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মোহন ভগবত বলেন, 'তামসিক' (আমিষ) খাবার ভুল।  এই খাবার খেলে তা আপনাকে ভুল পথে চালিত করবে। তাই তামসিক খাবার খাওয়া থেকে প্রত্যেককে বিরত থাকতে হবে বলেও মন্তব্য করেন আরএসএস প্রধান।

আরও পড়ুন:  Durga Puja 2022: বাড়ির পুজোয় মেতে উঠলেন 'রান্নাঘরের রানি' সুদীপা, দেখুন ভিডিয়ো

মোহন ভগবত বলেন, পশ্চিমী দেশে অনেকেই মাংস-সহ বিভিন্ন ধরনের আমিষ খাবার খান। তবে এ দেশে যাঁরা আমিষ খান, তাঁদের শ্রাবণ মাসে নিরামিষ ভক্ষণ করা উচিত। যাঁরা আমিষ খান, তাঁরা সোম, মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার সম্পূর্ণ রূপে আমিষ খাওয়া বন্ধ করুন এই শ্রাবণ মাসে। আমিষ ভক্ষণকারীদের নিজেদেরই এই নিয়ম তৈরি করে নওয়া উচিত বলেও মন্তব্য করেন আরএসএস প্রধান।