কলকাতা, ৩০ সেপ্টেম্বর: পঞ্চমীতে বাড়ির পুজোর ঝলক দেখালেন সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। পঞ্চমীতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে থেকে লাইভ করেন 'রান্নারের রানি'। সেখানেই দেখান চট্টোপাধ্যায় বাড়ির পুজোর ঝলক। জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে কার্যত দাপিয়ে অনুষ্ঠান করেন সুদীপা চট্টোপাধ্যায়। তাঁর রান্নাঘরের হাজির হন না, এমন তারকা খুব কমই রয়েছেন। তবে দুর্গা পুজোর কয়েকটা দিন বাড়ি নিয়ে মেতে ওঠেন সুদীপা।
পঞ্চমীতে সেজে উটেছে চট্টোপাধ্যায় বাড়ি। বোধনের আগে তাই দুর্গা পুজোর ঝলক দেখালেন 'রান্নাঘরের রানি'। সুদীপা চট্টোপাধ্যায় শুক্রবার নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে লাইভ করেন। সেখানেই বাড়ির পুজোর ঝলক তুলে ধরেন।
সুদীপা চট্টোপাধ্যায় পঞ্চমীতেই অনুরাগীদের সামনে ভিডিয়ো করে দেখান অনেক কিছু।বাড়ির অনেক সদস্যের সঙ্গে পঞ্চমীতেই পরিচয় পর্বও সেরে ফেলেন রান্নাঘরের রানি।সুদীপা চট্টোপাধ্যায়ের ভিডিয়ো দেখে আপ্লুত তাঁর বহু অনুরাগী।