নিউ ইয়র্ক, ১ এপ্রিল: ২০০৬ সালে স্ট্রমি ড্যানিয়েলস নামে এক পর্ন তারকার সঙ্গে সম্পর্ক গোপন রাখার বিনিময়ে অর্থের প্রস্তাব মামলায় আত্মসমর্পণ করতে চলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donaldo Trump)। আগামী ৪ এপ্রিল, মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করবেন ট্রাম্প। এই বিষয়ে ট্রাম্পের আইনজীবী জো টাকোপিনা জানালেন, আত্মসমর্পণ করায় তাঁর মক্কেলকে হাতকড়া পরানো হবে না।

ক বছর আগেও কার্যত দুনিয়া শাসন করা দোর্দণ্ডপ্রতাপ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে এখন হাতকড়া পরানো হবে না, এটাই তাঁর সমর্থকদের কাছে স্বস্তির। আরও পড়ুন-টুইটারের ব্লু ভেরিফিকেশনের জন্য চার্জ দেবে না হোয়াইট হাউজ

দেখুন টুইট

২০০৬ সালে এক নাইটক্লাবে ট্রাম্পের সঙ্গে পরিচয় হয়েছিল স্ট্রমি ড্য়ানিয়েল নামে এক পর্ন তারকার। স্ট্রমির অভিযোগ ছিল এরপর তাদের দু জনের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এরপর ২০০৭ সালে মেলেনিয়াকে বিয়ে করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ২০১৬ সালে অবৈধ যৌন সম্পর্কের বিষয়টি নিয়ে ক্লিফোর্ড প্রথম মুখ খোলেন।  প্রেসিডেন্ট পদে ভোটে দাঁড়ানো ট্রাম্প এতে বিপদে পড়তে পারেন বলে স্ট্রমি ড্যানিয়েলের সঙ্গে চুক্তিতে যান ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মিখায়েল কোহেন। মুখ বন্ধ রাখতে সেই পর্ন তারকাকে ১ লক্ষ ৩০ হাজার ডলার দেওয়া হয়।