টুইটারের ব্লু টিক ভেরিফিকেশনে সাবসক্রাইব করবে না হোয়াইট হাউজ। শুক্রবার একটি মেল মারফৎ সমস্ত কর্মচারীদের জানিয়ে দেওয়া হয়েছে যে হোয়াইট হাউজের পক্ষ থেকে ব্লুটিক সাবসক্রাইবের জন্য কোন পয়সা েওয়া হবে না। যদি কোন কর্মচারী ব্লু টিক দিতে চান তাহলে তিনি তা নিজের পকেট থেকে খরচা করতে হবে বলে জানা গেছে।
শনিবার থেকে ব্লুটিক নিয়ে নতুন নিয়ম চালু করেছে টুইটার। নতুন নিয়মে মাসে ৮ ডলার করে সাবসক্রিপশন চার্জ লাগবে ব্লুটিক ভেরিফাইড হওয়ার ক্ষেত্রে। নতুন এই নিয়ম অনেকেই নারাজ। শুধু হোয়াইট হাইজ নয় এর পাশাপাশি নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং লস এঞ্জেল্স টাইমের পক্ষ থেকেও টুইটারের ব্লু টক ভেরিভিকেশনের জন্য মাসিক চার্জ দেবে না বলে জানিয়েছে। এছাড়া, এনবিএ সুপারস্টার লেবরন জেমস, বাউল উইনিং এনএফ এল কোয়াটার ব্যাক প্যাট্রিক মাহোমসের তরফেও একই কথা জানানো হয়েছে।
NEW 🚨 White House won’t pay for Twitter verification (verified badge), according to Axios
— Insider Paper (@TheInsiderPaper) April 1, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)