ইভিএম (Electronic Voting Machine) নিয়ে রাহুল গান্ধী-স্যাম পিত্রোদা-দের সুর এবার খোদ ইলন মাস্ক (Elon Musk)-এর গলায়। কংগ্রেস, তৃণমূল সহ ভারতের বিরোধী দলের নেতারা বারবার দাবি করেন, ইভিএম (EVM)-এর মাধ্যমে মেশিন হ্যাক করে ভোটে কারচুপি করার সম্ভাবনা থাকে। তাই ইন্ডিয়া জোটের নেতারা এবার লোকসভা ভোটের আগে দাবি করেন, EVM-র পরিবর্তে ব্যালট পেপারে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার নিয়ম চালু করার। যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের কটাক্ষও করেন।
কিন্তু এবার ইলেট্রনিক ভোটিং মেশিন হ্যাক হওয়ার সম্ভাবনা থেকে যায় বলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে EVM বাতিল করার দাবি তুললেন টেসলা, স্পেস এক্স, এক্স-এর মত দুনিয়া সেরা কোম্পানির ধনকুবের মালিক ইলন মাস্ক। যে মাস্ককে টেক দুনিয়ার রূপকথা লেখার নায়ক হিসেবে দুনিয়া এক ডাকে চিনি, তিনিই বললেন মানুষ বা আর্টিফিসিয়াল ইন্টিলেজেন্স ইভিএমে হ্যাক করতে পারে। EVM হ্যাক করার সম্ভাবনা কম হলেও, সেটার ঝুঁকি যেহেতু খুব বেশী তাই ইভিএমে ভোট গ্রহণ বাতিল করা উচিত বলে এক্স প্ল্যাটফর্মে দাবি করলেন মাস্ক। আরও পড়ুন-রায়গঞ্জের সঙ্গে বাগদাতেও প্রার্থী দিচ্ছে কংগ্রেস, লোকসভার পর বিধানসভা ভোটেও বাঘে হাতে কুস্তি!
দেখুন মাস্কের টুইট
We should eliminate electronic voting machines. The risk of being hacked by humans or AI, while small, is still too high. https://t.co/PHzJsoXpLh
— Elon Musk (@elonmusk) June 15, 2024
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়র পুয়ের্তো রোকো নামের উত্তর আমেরিকার এক দেশের নির্বাচনে ইভিএমে ব্যাপক গরমিলের কথা তুলে ধরেন। সেই উদাহরণ টেনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী সাফ দাবি তোলেন, আমেরিকার সাধারণ মানুষের প্রতিটি ভোটের যাতে মূল্য থাকে তার জন্য প্রশাসনকে ইভিএম বাতিল করে ব্যালট পেপারে ভোটগ্রহণ করতে হবে। রবার্ট জন এফ কেনেডির এই পোস্টটিতে কমেন্ট করে মাস্ক বলেন, ইভিএম হ্যাক করা যায়। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে অবশ্যই ইভিএম খারিজ করা উচিত।
প্রসঙ্গত, ইলন মাস্ক আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সরাসরি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প-কে সমর্থন করছেন। জো বাইডেনের বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি করে তাকে হারানোর ছক কষছেন। ট্রাম্পের অনুগামীদের আশঙ্কা, বাইডেন প্রশাসন ইভিএম হ্যাক করে বেশ কিছু সুইং স্টেটের ফলকে প্রভাবিত করবে। ট্রাম্প সমর্থক মাস্ক তাই ইভিএম বাতিল করে ব্য়ালটে ভোটের দাবি তুলে সরব হলেন। চলতি বছরের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে হতে চলেছে প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে সরাসরি লড়াইয়ে ডেমক্র্যাট জো বাইডেন ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। তৃতীয় পক্ষ হিসেবে অবশ্য থাকছেন নির্দল রবার্ট এফ কেনেডি জুনিয়র।
ভারতে লোকসভা নির্বাচন শুরুর মুখে গান্ধী পরিবার ঘনিষ্ঠ স্যাম পিত্রোদা দাবি করেন, ইভিএমে হ্যাক করা যায়। তাই ভারতে ভোট ব্যালট পেপারে করা উচিত। পিত্রোদার দাবি ছিল, ইভিএমে ভোট হলে মোদীর ৪০০ পাড়ের স্বপ্ন সফল হবে। যদিও ইভিএমে ভোটের পরেও বিজেপির ফল একেবারেই ভাল হয়নি। আর EVM নিয়ে অভিযোগ বিরোধীদের মুখে সেভাবে শোনা যায়নি। জার্মানি, নেদারল্যান্ডস সহ ইউরোপের বেশ কিছু দেশে ইভিএম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার ইভিএমে ভোট করার পক্ষে সওয়াল করেছেন।