Photo Credit ANI

ওয়াশিংটনে খালিস্তানিদের হাতে প্রহৃত হলেন ওয়াসিংটনে কর্মরত ভারতীয় সাংবাদিক। ললিত ঝা নামের ওই সাংবাদিককে শারিরীকভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ। শনিবার ওয়াশিংটন ডিসিতে ভাতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখানো কভার করার সময়েই ঘটনা ঘটে তাঁর সঙ্গে।

সাংবাদিকের বা-কানে লাঠি দিয়ে প্রহার করা হয় বলে অভিযোগ। ঘটনার পর তিনি আপৎকালীন নাম্বারে ফোন করেন। এবং পরবর্তীতে মার্কিন সিক্রেট সার্ভিস পুলিশ এসে তাঁকে রক্ষা করেন বলে জানিয়েছেন তিনি। ঘটনার ছবি টুইটারেও প্রকাশ করেন ওই সাংবাদিক।

খালিস্তান প্রসঙ্গে বিদেশের মাটিতে ভারতীয় দূতাবাস গুলিকে নিশানায় রেখেছে খালিস্তানপন্থীরা। প্রথমে লন্ডন তারপর সানফ্রান্সিসকো এবং আবার ওয়াশিংটনে বিক্ষোভ দেখাতে শুরু করে খালিস্তান পন্থীরা।

খালিস্তানিরা ওয়াশিংটন ডিসি এলাকায় বসবাসকারী মানুষ। ডিসি-ম্যারিল্যান্ড-ভার্জিনিয়ার বিভিন্ন জায়গা থেকে তারা একত্রিত হন ভারতীয় দূতাবাসের সামনে।

যদিও আহত হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করেননি তিনি। যদিও সানফ্রান্সিসকোতে খালিস্তানিপন্থীদের আক্রমনের ঘটনায় নিন্দা প্রকাশ করেছে মার্কিন সিকউরিটি অ্যাডভাইজার জেক সালিভান।