চাইনিজ তাইপে, ১৮ সেপ্টেম্বর: রবিবার ৭.২ মাত্রার বড় ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। ভূমিকম্পের মাত্রা এতটাই বেশি ছিল সেখানকার বেশ কয়েকটি ব্রিজ ভেঙে পড়ল। তাইওয়ানের এক শহরে ভূমিকম্পের সময় সিসিটিভিতে ওঠা এক ভিডিওতে দেখা যাচ্ছে মেট্রো ট্রেনগুলো এমনভাবে নড়ছে যেন মনে হচ্ছে হাওয়া দিলে খেলনা যেমন নড়ে। ভূমিকম্পের সময় রাস্তায় দাঁড়ানো সব বাইক, সাইকেল কম্পনের পফলে পড়ে গেল। বেশ কয়েকটি বাড়িও ধসে পড়ে যায়। আতঙ্কে বহু দিশাহার মানুষ আর্তনাদ করতে থাকেন। তাইওয়ানের ভূমিকম্পের যে ভিডিওটা সামনে এসেছে তা দেখলে শিউড়ে উঠতে হয়।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইতুং কাউন্টি। গতকাল রাতেও পূর্ব উপকূলে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই এখনও পর্যন্ত। তাইওয়ানে আজকের শক্তিশালী ভূমিকম্পের পর জাপান সুনামি সতর্কতা জারি করেছে। তাইওয়ানে নিয়মিত ভূমিকম্পের শিকার হয়, কারণ দ্বীপটি দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত। আরও পড়ুন-আমেরিকার কলোরাডোতে মাঝ আকাশে দুটি বিমানের সংঘর্ষে ৩ জনের মৃত্যু, দেখুন ভিডিও
দেখুন ভিডিও
"بلغت قوته 7,2 درجة".. مشاهد من آثار زلزال ضرب جنوب شرق #تايوان#إرم_نيوز #Taiwan pic.twitter.com/1noLJWYgnu
— Erem News - إرم نيوز (@EremNews) September 18, 2022
গতকালের পর আবারও তীব্র ভূমিকম্প (Earthquake) তাইওয়ানে (Taiwan)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.২। ইউএস জিওলজিক্যাল সার্ভে (USGS) জানিয়েছে, ভারতীয় সময় দুপুর ১২টা ১৪ মিনিটে তাইওয়ানের ইউজিং থেকে ৮৫ কিমি পূর্বে ভূমিকম্প আঘাত হানে।