নয়াদিল্লিঃ বছর শেষে ভয়াবহ দুর্ঘটনার কবলে দক্ষিণ কোরিয়ার(South Korea) বিমান(Flight)। ১৮১ যাত্রী নিয়ে রানওয়েতে ভেঙে পড়ল জেজু এয়ারলাইন্সের(Jeju Airlines) একটি বিমান। এই ঘটনায় এখনও পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে বলে বিদেশি সংবাদমাধ্যম সূত্রে খবর। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। এই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
১৮১ যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান
জানা গিয়েছে, এ দিন থাইল্যান্ড থেকে ফিরছিল জেজু এয়ার ফ্লাইটের ২২১৬ বিমানটি। অবতরণের সময় রানওয়েতে মুখ থুবড়ে পড়ে বিমানটি। এরপরই বিস্ফোরণের ফলে আগুন লেগে যায় বিমাবনটিতে। বিমান সংস্থা সূত্রে খবর, ওই বিমানে ১৭৫ জন যাত্রী এবং ৬ জন কর্মী ছিলেন। যান্ত্রিক গোলযোগের কারণেই এই দুর্ঘটনা বলে অনুমান। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, অবতরণের মুহূর্তে পাখির সঙ্গে ধাক্কা লাগে বিমানটির। যার জেরে ল্য়ান্ডিং গিয়ারে কোনও সমস্যা তৈরি হয়। ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধারকার্য।যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চই সং-মোক। পাঠানো হচ্ছে আরও উদ্ধারকারী দল।
রানওয়েতে মুখ থুবড়ে পড়ল বিমান, দেখুন ভিডিয়ো
रनवे से फिसला, दीवार से टकराया... साउथ कोरिया में विमान हादसे में 28 लोगों की मौत#SouthKorea | #planecrash pic.twitter.com/lJdQu0vkGA
— NDTV India (@ndtvindia) December 29, 2024